![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
আরে বন্ধু লেখোয়াড়
লেখা কই আর
লেখা আর না পেলে
খাবে কিন্তু মার।
নাই কোন কাছারি
নাই কোন আদালত,
মোরে কেসে ফাসিয়ে
আইন হবে বলবৎ।
খেলোয়াড় থেকে আজ
লেখোয়াড় হয়ে,
তাও আমি সব দেখে
রয়ে আছি সয়ে ।
কালি কলম ভেঙ্গে দেখি
উপুর হয়ে পড়ে,
ওঠো দেখি ঝেড়ে মেরে
লাঠিটা কে ধরে ।
আরে ভাই শোনো না
কানে কি কালারে,
এত ডাকি শোনে নাকো
কি বড় জ্বালা রে।
কাল থেকে নিয়মিত
ভালো বেশ লেখা চাই,
না হলে পিঠে তোর
ভাঙবো এ ডান্ডাটাই ।
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৭
bakta বলেছেন:
এসো এসো লেখোয়াড়
দেখো কি সব কান্ড,
তোমার জন্য রেখেছি এ
কবিতার ভান্ড ।
মন দিয়ে খেতে হবে
চলবে না ফেলা,
না খেলে মুখে ভরে
শিখিয়ে দেবো গেলা।
ধন্যবাদ, আবার আসছি...........
২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪
লেখোয়াড় বলেছেন:
একটু কষ্ট করে লেখোয়ার বানানটি ঠিক করে "লেখোয়াড়" লিখতে হবে যে!!
আবার আসবো............
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২
bakta বলেছেন:
দিলাম লেখোয়াড় সব ঠিক করে
খুলে দেখে নিও পড়ে,
সাবধান ! যেন কেউ না দেখে
পড়ো অন্ধকার ঘরে ।
আসতে তোমার নাইগো মানা
যখন খুশি এসো,
আসা যাওয়ার মাঝেই যেন
আমায় ভালোবেসো ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এটিও পড়ে গেলাম...
সুন্দর!
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬
bakta বলেছেন:
সুন্দর চোখে সুন্দর ই দেখা
সুন্দর ই মনে লাগে,
এই ভাবে পেলে শুভেচ্ছা সবার
লিখতে ইচ্ছা জাগে ।
ভালো থাকুন মইনুল ভাই
শুভেচ্ছা রইল সাথে,
বিনিময় করি সৌভাতৃত্ব
আজি রেখে হাত হাতে।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৩
লেখোয়াড় বলেছেন:
ও হো, তাই বলি।
আমি এটি মিস করলাম কিভাবে! তাহলে অনেক আগে থেকেই আমাকে উদ্দেশ্য বানানো হয়েছে!
এখানে অন্য কারো মন্তব্য নেই, এটা আমার জন্য ভাল হলো।
এই পাতাটি শুধ আমার।
ধন্যবাদ, আবার আসছি...........