![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
তাই তো বলি এত গন্ধ
উঠছে কোথা হতে,
শুঁটকি মাছ রোদে রেখেছে
পাশের বাড়ির ছাতে।
কাকে খাচ্ছে,চিলে খাচ্ছে
ভনভনায় যে মাছি,
গন্ধের চোটে পাচ্ছে বমি
আসছে কাশি হাঁচি।
আরে ভাই গা ঢাকা দাও
পেলে গন্ধ বিলাই,
মড়মড়িয়ে সব খা লবে
কারো না পাবে চিলাই।
বসলে মাছি ডিম পাড়বে
শুঁটকি মাছের গায়,
বলে আমি দিচ্ছি সব কে
কেউ যেন না খায়।
ঝাল রেঁধে ভাই দিও না
আমার গরম ভাতে,
খুন্তি খানি গরম করে
মারবো ছ্যাঁকা হাতে।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭
bakta বলেছেন: এসো তবে টাকা নিয়ে
সপ্তাহে তিন দিন,
শিখে নেবে ছড়া কিছু
খেয়েনিয়ে আলপিন ।
সবারে লাগিয়া পিছু
করি মজা খেলা রে,
জগতের মাঝে তে
এ যে মিলন মেলা রে।
২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখন শুঁটকিমাছ নিকের ব্লগার যদি ভালো মানুষ হন, এখানে তিনি বদ উদ্দেশ্য খুঁজে পাবেন না, কিন্তু যদি সত্যিই বদ হন, আপনের খবর আছে।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯
bakta বলেছেন: মজা করে লিখি দাদা
দেখুন না যাই ফেঁসে,
সবারে দিই মজা খালি
যেন থাকে সবে হেসে।
খবর দিলে খবরদার
হবে জেল জরিমানা,
শুঁটকিভাই রাগ করে
দিও না ঘরে হানা ।
৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩
লেখোয়াড় বলেছেন:
তার মানে আপনি কি প্রথম আলোর আলপিনে লিখেন।
যা বলবেন সত্যি
করবেন না আপত্তি
তাহলেই কিন্ত বিপত্তি।
দিয়ে দিন তবে আপন পরিচয়।
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫
bakta বলেছেন:
না গো ভাই নই আলপিন
আমি হলুম গিয়ে বক্তা,
দেখো না আমি দিচ্ছি ভাষণ
সামনে পাতা যে তক্তা।
মাইক্রোফোনে দিচ্ছি যে ফু
বলছি হেঁকে ডেকে,
সামুতে আমি করছি বিরাজ
বক্তা নামের নিকে।
৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা।
০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
bakta বলেছেন:
হা: হা: হা: হা:
হাসি বড়ো ছোঁয়াচে - আমারও হাসি পেয়ে গেলো।
ভালো থেকো আরো।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫
লেখোয়াড় বলেছেন:
সবার পিছনে এম করে লাগছেন কেন?
আপনি পারেন বটে!!
ছড়া আর ছন্দ শিখতে আসতে হবে আপনার কাছে।
+++++++++++++++++++++++++++++