![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
কি দাদাভাই এতো বিক্ষুদ্ধ কেন ?
আসেন আসেন হেথা বসেন,
কার পরে এত বিক্ষুদ্ধ হলেন
সব কথা খুলে বলেন ।
কেউ কি বকেছে ? মেরেছে ধরেছে ?
নাম বলেন মোর কাছে,
আপনাকে কেউ মারতে পারে
দুনিয়ায় কেউ কি আছে ?
বুঝি দাদাভাই ক্ষুদ্ধ কেন
বুঝি ও মনের কথা,
সব কথা হেতা বলুন খুলে
জুড়াবে মনের ব্যাথা ।
জানি যদি কেউ বকে থাকে খুব
করেছে সে ঘোর অন্যায়,
জানি যদি সেটা ধরে ঐ বেটায়
কেটে ফেলে দেব বন্যায় ।
বলুন না খুলে দয়া করে মোরে
দেখুন না তার কি করি,
সোহাগের মালা দিব তার গলে
চুম্বনে দেব গাল ভরি ।
না না দাদাভাই রাগ করেন না
ক্ষুদ্ধ হবেন না কারো পরে,
এই দেখুন মানুষ আমরা
সকল সকলের তরে ।
আসুন বসুন শান্ত হউন
ক্ষুদ্ধ যেন না দেখি,
ভালো থাকুন সকলের মাঝে
শুভেচ্ছা দিলাম রাখি ।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
bakta বলেছেন:
হা হা হা হা .................
ছড়া চলছেই অবিরাম
দেখতে লাগছে নয়নাভিরাম। ------ তাও তো আমি লেখোয়াড় নই ।
২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
লেখোয়াড় বলেছেন:
লেখোয়াড় কি খুব খারাপ?
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪
bakta বলেছেন:
না ভাই লেখোয়াড় তুমি খারাপ নও। কে বলেছে তুমি খারাপ। তুমি তো পাক্কা লেখোয়াড় বন্ধু ।
আমি তো লেখোয়াড় তোমার মত হতে পারি নি ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩
আরজু মুন জারিন বলেছেন: কি দাদাভাই এতো বিক্ষুদ্ধ কেন ?
আসেন আসেন হেথা বসেন,
কার পরে এত বিক্ষুদ্ধ হলেন
সব কথা খুলে বলেন ।
কার জন্য এই কবিতা বক্তা দেবা? ভাল লেগেছে কবিতা।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩১
bakta বলেছেন:
আমি বিক্ষুদ্ধ নই দেবী । কেউ তো নেই আমার, যার উপর বিক্ষুদ্ধ হতে পারি।
বিক্ষুদ্ধ নামের ব্লগার কে নিয়ে এই লেখা । কবিতা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন সবসময় আপনার সবাই কে নিয়ে ।
৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭
আরজু মুন জারিন বলেছেন: জানি যদি কেউ বকে থাকে খুব
করেছে সে ঘোর অন্যায়,
জানি যদি সেটা ধরে ঐ বেটায়
কেটে ফেলে দেব বন্যায় ।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৩
bakta বলেছেন:
হুম - সঠিক কথা ।
কেউ যদি হয় বিক্ষুদ্ধ অকারণে, আমি তাহাই করিব দেবী । চাই সবাই সুখে থাকুক । ভালো থাকুক । শান্তিতে থাকুক ।
৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫০
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বাহ ! অসাধারণ ।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫
bakta বলেছেন:
আমারে তুমি অশেষ করেছ ভাই,
তাই তোমায় ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন - সবসময় আপনার সবাই কে নিয়ে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯
লেখোয়াড় বলেছেন:
আজ জনগণ বড়ই বিক্ষু্ব্ধ
আমরা আছি তাই অবরুদ্ধ।
হা হা হা হা .................
ছড়া চলছেই অবিরাম
দেখতে লাগছে নয়নাভিরাম।