![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
মেঘ করেছে আকাশ জুড়ে
দিচ্ছে ঝলক বিদ্যুতের,
মাদুর পেতে দাওয়ায় বসে
গল্প শোনায় বিদঘুটের ।
কোনটা ভুতের কোনটা প্রেতের
কোনটা আবার মনগড়া,
কোনটা আবার শাঁখ চুন্নির
কোনটা আবার ছেলে ধরা।
গল্প যখন চলছে সেথায়
আসর ওঠে জমিয়ে,
গল্পদাদু গল্প বলেন
আবোল তাবোল বানিয়ে।
কেউ বা ভয়ে চমকে ওঠে
কেউ বা মুড়োয় চাদরে,
কেমন করে একলা পেলে
খাঁমচে ধরে বাঁদরে ।
কেমন করে ব্রহ্মদৈত্য
যায় রে হেঁকে আঁধারে
খেঁকটি ভুতে শাঁখটি বাজায়
নিঝুম রাতে পাঁদারে।
সাত সাগরের তেরো নদী
পার কে হলো কত দিনে,
কোন সে যাদু কাঠির ছোঁয়ায়
জেগে ওঠে রাজকনে ।
হাঁ করে সব গিলছে গল্প
সাত নাতনি পাঁচ নাতি,
টগবগিয়ে ঘোড়ায় চড়ে
কেমনে দোলে গজমতি ।
রূপসী সেজে রাক্ষুসীরা
কেমনে ধরে রাজকুমার,
কেমনে করে খতম করে
রাক্ষুসীদের প্রাণভ্রমর ।
খাবার সময় ঠাকুমা এসে
যেই ডাকে ঐ সব ছোটে,
দাদু তাকান মুচকি হেসে
তোবড়া গালে লাল ঠোটে।
----------****---------
©somewhere in net ltd.