![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
চোখ দিয়ে কি সব দেখা যায়
মন দিয়ে যায় চেনা ?
কষ্টি পাথর লাগে না ভাই
চিনতে আসল সোনা ।
কে যে আসল কে যে নকল
চিনতে হয় না ভুল,
গন্ধ নাহি মনকাড়া রঙে
ফুটিয়াছে কত ফুল ।
সাপের হাসি বেদেই চেনে
আমিও চিনি তারে,
উদো রাখে আপন পিন্ডি
বন্ধু বুদোর ঘাড়ে ।
না মিশলে যায় না চেনা
আপন মানুষ কারা,
নির্ধনেরা হলে ধনী
দিনে দেখে তারা ।
অভিনয় ভাই যতই করো
মনকে নিয়ে খেলা,
পড়বে ধরা প্রতিবিম্বে
সাঙ্গ হবে মেলা ।
ব্যবহারেই মেলে পরিচয়
পোশাক না দর্শনে,
আত্মঅহং ডোবায় ইমান
ভেক ধারী গর্জনে ।
মান অপমান বোধ আছে যার
সেই তো বোঝে মান,
কালের নিয়তি নিঠুর হয়ে
দেবে তার প্রতিদান ।
যতই খেলো মন কে নিয়ে
করো যত উপহাস,
আপন কৃর্তি নিম্ন বৃত্তির
পরিচয় পাবে প্রকাশ ।
২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮
আরজু মুন জারিন বলেছেন: চোখ দিয়ে কি সব দেখা যায়
মন দিয়ে যায় চেনা ?
কষ্টি পাথর লাগে না ভাই
চিনতে আসল সোনা ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯
আরজু মুন জারিন বলেছেন: চোখ দিয়ে কি সব দেখা যায়
মন দিয়ে যায় চেনা ?
কষ্টি পাথর লাগে না ভাই
চিনতে আসল সোনা ।
তাইত। ..আসল সোনার আর কি কষ্টি পাথর দিয়ে যাচাই করা আর বক্তা দেবা র হৃদয় আর কি যাচাই করা ? যার জানার সেই জানবে।
ভাল লিখেছেন বক্তা দেবা। শুভেচ্ছা রইল অনেক অনেক।