![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
জগার বাবার স্বপ্ন ছিল
পড়বে জগা কলেজে,
মাথা ভরা বুদ্ধি হবে
হরেক রকম নলেজে।
পাড়ায় লোককে কাছে পেয়ে
একটি কথাই বলে যে,
সব স্বপ্ন মাটি হলো
পয়সা গেল জলে যে।
জুটিয়ে নারী বেড়ায় ঘুরে
যায় সে শপিং মলে যে,
খায় সে বকা মায়ের কাছে
তবুও নাহি টলে যে।
মদ গাঁজা আর আফিং জুয়া
সব কিছু তার চলে যে,
দিনে দিনে বাড়িয়ে মাত্রা
অন্ধকারের তলে যে ।
জুটিয়ে যত ফচকে ছোঁড়া
ঝুলিয়ে তাদের গলে যে,
গেল জগা ঘোর উচ্ছন্নে
উৎশৃংখলার এই ফলে যে।
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭
bakta বলেছেন: ধন্যবাদ ভাই ইমতিয়াজ । ভালো থাকুন সবসময় ।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০
আরজু মুন জারিন বলেছেন: জগার বাবার স্বপ্ন ছিল
পড়বে জগা কলেজে,
মাথা ভরা বুদ্ধি হবে
হরেক রকম নলেজে।
মজা পেলাম ছড়াটিতে বক্তা দা। অনেক শুভেচ্ছা রইল।
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩
bakta বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সবসময় ।
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১
আরজু মুন জারিন বলেছেন: জুটিয়ে নারী বেড়ায় ঘুরে
যায় সে শপিং মলে যে,
খায় সে বকা মায়ের কাছে
তবুও নাহি টলে যে।
+++++++
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩
bakta বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন সবসময় ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৯
জাফরুল মবীন বলেছেন:
এরম জগা আজ ঘরে ঘরে
করছে কত অনাসৃষ্টি;
সবার কাছে করি মিনতি
দেন একটু সচেতন দৃষ্টি।
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
bakta বলেছেন:
হুম ঠিক বলেছেন জাফরুল মবীন ভাই । ধন্যবাদ ভাই -। ভালো থাকুন সবসময়
৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০২
জাফরুল মবীন বলেছেন:
এরম জগা আজ ঘরে ঘরে
করছে কত অনাসৃষ্টি!
সবার কাছে করি মিনতি
দেন একটু সজাগ দৃষ্টি।
৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১০
আরজু মুন জারিন বলেছেন: জগার বাবার স্বপ্ন ছিল
পড়বে জগা কলেজে,
মাথা ভরা বুদ্ধি হবে
হরেক রকম নলেজে।
++++++++++্
ছন্দময় কবিতা বক্তা দা। অনেক শুভেচ্ছা রইল।
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪
bakta বলেছেন:
ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল ছন্দ আছে আপনার কবিতায়।
কমেন্ট করার সুযোগ রাখার জন্য ধন্যবাদ।