![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
হুতুমপুরের ভুতুমবাবু
ধরল ভীষণ বাই,
গোটা কয়েক ভুত-পেত্নী
শিগগিরি তার চাই।
কোথায় আছে ভুতের বাজার
যেতেই হবে আজ,
টাকাকড়ি বেঁধে ছোটেন
সব ফেলে তার কাজ।
শেওড়া বাজার,ভুষুন্ডির হাট
ঘুরে এলেন শেষে,
ভাবেন তিনি কোথায় পাবেন
কোন সে রাজার দেশে ?
ভরদুপুরে খোঁজ নিতে যান
ওঝার বাড়ি বাড়ি,
যারা নাকি ভুত ছাড়িয়ে
কামান গাড়ি গাড়ি।
আঁধার রাতে শশ্মান ধারে
পেতে রাখেন ফাঁদ,
ঝোপের মাঝে লুকিয়ে রাখেন
যায় না দেখা চাঁদ ।
বঁড়শি দিয়ে টোপ গেঁথে দেন
কাটিয়ে কিছু খাল,
নিশুতি রাতে বিছিয়ে রাখেন
ভুত ধরার ওই জাল ।
চারিদিকে লোক পাঠিয়ে
রাখেন তিনি খোঁজ,
ভুতের দশা পেয়ে বসে
ভুতুম কে রোজ রোজ।
অনেক পয়সা অনেক সময়
নষ্ট হলো তার,
না ঘুমিয়ে, না খেয়ে নেয়ে
চেহারা কংকাল সার।
নাদুস নুদুস ভুতুমবাবুর
হলো সে এক হাল,
বুঝলো ভুতুম ভুতের বেগার
খাটাই হলো কাল ।
_____*****_____
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭
bakta বলেছেন:
বাহ ..। পিলাচ পাইয়া ধন্য সোহানী ।
শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
ইমিনা বলেছেন: হা হা হা ...
দারুন মজার
অনেক দিন পর পিচ্চি কালের ভালোলাগাটা অনুভব করলাম।
থ্যাঙ্কস
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২
bakta বলেছেন:
তাই ?
আপনার পিচ্চি কালকে সাময়িক ফিরিয়ে দিতে পেরে আপনি বেস খুশি ইমিনা, সে জন্য আপনার দেওয়া থ্যাংকস আমার বক্ষে রাখলাম ।
শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭
অতনু অর্ঘ বলেছেন: মজার ছড়া... ভালো লেগেছে খুব...
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই অতনু অর্ঘ -
আপনাদের ভালোলাগাই আমার লেখার প্রেরণা ।
শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন:
চারিদিকে লোক পাঠিয়ে
রাখেন তিনি খোঁজ,
ভুতের দশা পেয়ে বসে
ভুতুম কে রোজ রোজ।
সবেচেয় ভাল লাগা লাইনগুলো
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই ইমতিয়াজ
আপনাদের ভালোলাগাই আমার লেখার প্রেরণা ।
শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন সব সময়।
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮
বাংলার পাই বলেছেন: দারুণ ছড়া।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০১
bakta বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার পাই
অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো থাকুন সব সময়।
৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৬
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০২
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র -
হোক সে মলিন ....তবুও তো লজ্জা ঢাকতে পারি ।
অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো থাকুন সব সময়।
৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নাদুস নুদুস ভুতুমবাবুর
হলো সে এক হাল,
বুঝলো ভুতুম ভুতের বেগার
খাটাই হলো কাল ।
ছড়া ভালো লাগলো।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই -
ছড়া ভালো লাগাতে পেরে খুশি অনুভব করছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
খুব ভালো থাকুন সব সময়।
৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: মজার হয়েছে ছড়া , ভালো লাগছে খুব ।অনেকটা সুকুমার রায়ের ছড়ার মত
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩
bakta বলেছেন:
ধন্যবাদ অদ্বিতীয়া আমি ।
আপনার ভালো লাগার জন্য আমি খুব খুশি।
শুভেচ্ছা সহ ভালোবাসা জানবেন আর খুব খুব ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩
সোহানী বলেছেন: বুঝলো ভুতুম ভুতের বেগার
খাটাই হলো কাল ।
++++++