নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta

" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।

bakta › বিস্তারিত পোস্টঃ

গরীবের কাছে সাদা ভাত ই বেশি দামী

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০







ভাত খেতে ভালো লাগে

সাথে পেলে সবজি,

আরো ভালো লাগে যদি

ডুবিয়ে খাই কবজি।

ভিজে ভাত ভালো লাগে

পেলে চুনো মাছের টক

নুন আর পেঁয়াজ দিয়ে

খাই মেখে কক কক।

ধোঁয়া ধোঁয়া গরম ভাত

আলু সানা ঘিয়ে,

পেলে মাইরি খুশি হয়

আমার এই হিয়ে।

ভাত যদি হয় গলা

যদি ফেন মিশে থাকে,

ঝাল নুনাচারে মিশে খেতে

লেগে যায় নাকে।

ঘি, তেলে ভেজে দিয়ে

যদি পাই ভাজা ভাত,

চেটেপুটে খেয়ে নিই

পুরো সাফ করে পাত ।

ঘি-ভাত পোলাও ভাত

এসব গরীবের স্বপ্ন,

দু-বেলা চলে যায়,

পেলে সাদা অন্ন ।

খিদে পেটে দুর থেকে

পেলে ভাত ফোটা গন্ধ,

মন মোর মজে যায়

এসে যায় গো ছন্দ।

দেখো হেতা ভাতের গন্ধ

পেয়ে হাজির আমি,

গরীবের কাছে সাদা

ভাত ই বেশি দামী ।

দুমুঠো ভাতের জন্য

যারা ফেলে মাথায় ঘাম,

আমার হৃদয় থেকে তাদের

জানাই হাজার সেলাম ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

সোহানী বলেছেন: অসাধারন ভাত কাব্য ... ++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

bakta বলেছেন:
ধন্যবাদ সোহানী আমার ভাত কাব্যে বিস্তর প্লাস দেওয়ার জন্য ।

শুভেচ্ছা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুমুঠো ভাতের জন্য
যারা ফেলে মাথায় ঘাম,
আমার হৃদয় থেকে তাদের
জানাই হাজার সেলাম ।




ভাল কবিতা।



প্রায় সকালে পান্তা ভাত খেয়ে অফিসে আসি। খুব ভাল লাগে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

bakta বলেছেন:

ধন্যবাদ ভাই -ইমতিয়াজ । আমার ভাত কাব্য ভালো লাগার জন্য ।

শুভেচ্ছা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন সকলকে নিয়ে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

কলমের কালি শেষ বলেছেন: গুড জব...:)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

bakta বলেছেন:

ধন্যবাদ ভাই কলমের কালি শেষ । ইয়োর জব ইজ ফার বেটার দ্যান মী।
শুভেচ্ছা জানালাম, ভালো থাকুন ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

আবু শাকিল বলেছেন: আমার হৃদয় থেকে তাদের জানাই হাজার ছালাম।
ভাল লাগা জানিয়ে গেলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

bakta বলেছেন:
আপনার ভালোলাগায় আমি খুব খুশি।

শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
ভালো থাকুন অনেক।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।

ধন্যবাদ ও শুভকামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২১

bakta বলেছেন:
প্রথমবার আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে বেশ।

ধন্যবাদ ভাই -আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম । আমার ভাত কাব্য ভালো লাগার জন্য ।

শুভেচ্ছা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন সকলকে নিয়ে।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২

bakta বলেছেন:


ধন্যবাদ আপু । আপনাদের ভালো লাগার জন্য ।

শুভেচ্ছা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন সকলকে নিয়ে।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা খুব ভাল লাগল । শুভ কামনা রইল ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

bakta বলেছেন:


দৃষ্টিসীমানা প্রথমবার আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে বেশ।

ধন্যবাদ অনেক । আমার কবিতা ভালো লাগার জন্য ।

শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন সকলের সাথে ।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

bakta বলেছেন:
সুমন ভাই- প্রথমবার আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে বেশ।

ধন্যবাদ অনেক । আমার কবিতা ভালো লাগার জন্য ।

শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানালাম গ্রহন করবেন । আর খুব খুব খুব ভালো থাকুন সকলের সাথে ।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাত কাব্যে অনেক ভালো লাগা! স্রেফ সাদা ভাত নিয়ে লেখা, বিষয়টাই চমৎকার!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

bakta বলেছেন:
ৎঁৎঁৎঁ ভাই - প্রথমবার আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে বেশ।
আমার কবিতা ভালো লাগার জন্য ।
আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানালাম গ্রহন করবেন ।

আর খুব খুব খুব ভালো থাকুন সকলের সাথে ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে যেন মারি ভাত হয়ে গেলাম শুকনো ভাত থেকে :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

bakta বলেছেন:
নাইমুল ইসলাম ভাই - প্রথমবার আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে বেশ।
আমার কবিতা ভালো লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা জানালাম গ্রহন করবেন ।


আর খুব খুব খুব ভালো থাকুন সকলের সাথে ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

ইমিনা বলেছেন: ভাত কাব্য ভালো হয়েছে :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

bakta বলেছেন:
ধন্যবাদ ইমিনা - আমার ভাতকাব্য আপনার ভালো লাগার জন্য আমি আন্তরিক খুব খুশি ।

শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপনাকে।
আর খুব খুব খুব ভালো থাকুন সকলের মাঝে । :-)

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

bakta বলেছেন:
ধন্যবাদ হানিফ রাশেদীন ভাই।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপনাকে।

আর খুব খুব খুব ভালো থাকুন সকলের মাঝে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.