![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
তোমার চোখে চোখটি রেখে
উঠল দুলে পরাণ টা,
চলতে পথে দেখছি ফিরে
যাচ্ছে বেড়ে সড়ান টা ।
যাচ্ছি যেথায় হচ্ছে দেরী
পা চলে না আগে,
পলাশ রঙে রাঙিয়ে বসন
মন রেঙে যায় ফাগে।
মিষ্টি চোখের দুষ্টু হাসি
হালকা প্রেমের ছোঁয়াতে,
চলতে পথে দিলে ছুড়ে
মানে টা রইল ধোঁয়াতে ।
মরমে খোঁচা লাগলো আমার
পড়ল ঘি যে আগুনে,
উঠবে কবে তারই শিখা
মন মানে না ফাগুনে ।
যাবো কোথায় গেলাম ভুলে
শুধাই কারে কোন লোকে,
ভুলটা হল শুধুই আমার
তোমার চোখে চোখ রেখে ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
bakta বলেছেন:
ভালো লাগার অনুভুতি প্রকাশে ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই
অনেক শুভেচ্ছা জানবেন। আর খুব খুব ভালো থাকুন সব সময় ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন:
অনেক দিন পর পেলাম আপনাকে। আছেন কেমন???
যাবো কোথায় গেলাম ভুলে
শুধাই কারে কোন লোকে,
ভুলটা হল শুধুই আমার
তোমার চোখে চোখ রেখে ?
সত্যি খুব অবেগী কবিতা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১
bakta বলেছেন:
ভালো আছি আমি।
আপনি কেমন আছেন বলুন ?
হুম অনেক দিন পর লিখলাম। কাজের জন্য সময় পাই নি তো।
হ্যাঁ খুব আবেগী কবিতা ।
ভালো লাগার অনুভুতি প্রকাশে ধন্যবাদ ইমতিয়াজ ভাই। শুভেচ্ছা জানবেন। আর খুব খুব ভালো থাকুন সব সময় ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
জাফরুল মবীন বলেছেন: দারুণ!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই জাফরুল মবীন।
আপনাদের ভালোলাগাই আমার লেখার প্রেরণা ।
শুভেচ্ছা জানালাম। খুব খুব ভালো থাকুন ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++
ভালো থাকবেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২
bakta বলেছেন: ধন্যবাদ ভাই অপূর্ন ।
আপনাদের ভালোলাগাই আমার লেখার প্রেরণা । আপনার দেওয়া + আমি মাথায় নিলাম।
আন্তরিক শুভেচ্ছা জানাই। আর খুব খুব ভালো থাকুন ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪০
পিয়ালী দও বলেছেন: সুন্দর
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
bakta বলেছেন:
ধন্যবাদ পিয়ালী.....
আন্তরিক শুভেচ্ছা জানাই। আর খুব খুব ভালো থাকুন ।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
ইমিনা বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। ছবিটাও অনেক সুন্দর
শুভকামনা সব সময়।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
bakta বলেছেন:
ধন্যবাদে আপ্যায়িত করলাম আপনাকে ।
আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা সব সময় রইল আপনার কাছে । আর খুব খুব খুব ভালো থাকুন আপনি ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর।