![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
ভাবছি লিখবো অনেক কিছু
পাইনা সময় কাজের চাপে,
করছি যত কাজের সাফাই
বাড়ছে যে কাজ লাফে লাফে।
ইচ্ছা হলেও পারিনা আসতে
মন যে ভীষণ খারাপ তাই,
যে টুকু আজ সময় পেলাম
যা পারি ভাই লিখেই যাই ।
নাইকো কোন কাহিনী বিষয়
নাইকো কোন মানে এ ছড়ায়,
ভাবছি এখন লিখবো টা কি
ভাবতে ভাবতেই দিন গড়ায়।
বেলা শেষে এই যে ছড়া
যাইগো লিখে কাজ ফেলে,
এ যেন গো ছড়া তো নয়
বেগুন ভাজা পোড়া তেলে।
------------------------
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫০
bakta বলেছেন:
ধন্যবাদ ভাই ইমতিয়াজ । আপনার সুন্দর মন্তব্য ও আমার প্রতি আপনার ভালোবাসা - সত্যি আামাকে বার বার মুগ্ধ করে।
আপনার শুভ ইচ্ছাপ্রকাশ - আমার কাজ করাকে আরও অনুপ্রাণিত করবে। তাই আবারও আপনাকে ধন্যবাদ জানাই এই ছোট্ট হৃদয় থেকে।
আপনার কুশল কামনা করি । খুব খুব ভালো থাকুন আপনার প্রিয়জনদের নিয়ে ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২
জাফরুল মবীন বলেছেন: আপনাকে আমি অনুসরণ করি।কাজের চাপ কমলে আশা করি অনেক সুন্দর সুন্দর ছড়া উপহার দিবেন।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
bakta বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই জাফরুল মবীন -
কাজের চাপ কমলে আমি আবার নিয়মিত আসবো এবং নিশ্চয়ই আপনাদের সুন্দর সুন্দর ছড়া উপহার দেবো ।
খুব খুব ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অভাব অনুভূত হচ্ছিল আপনার জন্য।
তাই ফিরে আসার জন্য ধন্যবাদ।
আর এ জগতে কোন কাজ না থাকলে আমারদের প্রয়োজনটুকু তো শেষ হয়ে যেত, কাজ আছে বলেই না আমরা আছি।
আপনা কাজ গুলো সমাডপ্ত হোক সার্থক এবং নির্ভুল ভাবে।