![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বই পড়তে ভালোবাসি । আমার স্বভাব পাখির মত । যদি ওদের মত উড়তে পারতাম !! ঘুরতে আমারখুব ভাল লাগে । প্রকৃতি অপরূপ সৌন্দর্য আমি দেখেছি, যা আমাকে পাগল করে ফেলে । যদিও তেমন ঘোরাঘুরির সুযোগ পাই না, তবে সময় পেলেই বাংলার অপরূপ নদীগুলোর টানে নেমে পড়ি । ফেসবুক আইডি www.facebook.com/boss.bokul
যারা ফেইসবুকে প্রোফাইল
পিকচার রঙ্গিন করছেন ,তারা মূলতঃ
ফ্রান্সের রাজধানীতে গত শুক্রবার
হামলায় নিহত মানুষের জন্য শোক
প্রকাশ করছেন । কিন্তু আসলেই কি
আমাদের এসব নিহত মানুষের জন্য শোক
প্রকাশ করা উচিত! আর রঙ্গিন
কালারটি হচ্ছে ফ্রান্সের পতাকা ।
আমরা না জেনেই এটি নিজের
প্রোফাইলের ছবিকে রঙ্গিন করছি ।
এখন আমরা একটু মুসলমানদের সাথে
ফ্রান্সের আচরন কেমন ছিল জেনে নেই।
এই সেই ফ্রান্স যারা ১৮৩০ থেকে ১৮৬২
সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় নিজের
উপনিবেশ টিকিয়ে রাখার জন্য ১০
মিলিয়ন মুসলমান ভাইকে হত্যা করছিল ।
সেই যুদ্ধের সময় যারা মুসলিমদের
নেতৃত্ব দিয়েছিল তাদেরকে শিরচ্ছেদ
করা হয়েছিল,বর্তমানে তাদের
অনেকের মাথা ফ্রান্সের জাদুঘরে
সংরিক্ষত আছে । ১৯১২ সালে ফ্রান্স
মরক্কোয় মুসলিমদের উপর গণহত্যা
চালিয়ে সেখানে লক্ষ লক্ষ মুসলমান
ভাইকে হত্যা করছিল। ১৯8৫ সালে
ব্রিটেনের সাথে মিলে ইহুদি রাষ্ট
প্রতিষ্ঠার জন্য টানা চার বছর আরব
রাষ্ট্রের সাথে যুদ্ধ করে ইসরায়েল
নামক বিষ ফোঁড়ার সৃষ্টি করে । ১৯৬০
সালে ইহুদিবাদী ইসরায়েলের কাছে
পারমাণবিক বোমা তৈরির জন্য তথ্য ও
পরমাণু পাচার করে ইসরায়েলকে
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে
প্রতিষ্ঠা করে। যার ফলে এখন পর্যন্ত
ফিলিস্তনে আমার লক্ষ লক্ষ মুসলমান
ভাইকে জীবন দিতে হয়েছে । ২০০১
সালে এক ভিত্তিহীন অভিযোগে
আফগানিস্তানে আমারিকার সাথে
হামলা শুরু করে ,এবং এখন পর্যন্ত
সেখানে লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে
হত্যা করছে । ২০০৩ সালে ইরাকের
প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে
সড়ানোর জন্য আমারিকার সাথে
হামলা শুরু করে ,এবং সেখানে আমার
লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে।
২০১১ সালে সিরিয়ায় গোলযোগ সৃষ্টি
হওয়ার পর তারাই সর্ব প্রথম
বিদ্রোহীদের অস্ত্র দিয়ে যুদ্ধ বাঁধায় ।
২০১৩ সালে ফ্রান্সের শার্লী এব্দো
পত্রিকায় হযরত মুহাম্মদ (সঃ) কে বেঙ্গ
করে কার্টুন বের করে । ২০১৪ সালে
সিরিয়া ও ইরাকে বিমান হামলা শুরু
করে ,এবং এখন পর্যন্ত সেখানে
প্রতিনিয়ত আমার শত শত মুসলমান
ভাইকে হত্যা করছে । তাই এত লক্ষ লক্ষ
লাশের ভিড়ে ১৫০ জন লাশ কিছুইনা ।
তাই যারাই প্রতিশোধ নেয়ার জন্য
ফ্রান্সে হামলা করেছে ,তারা ভুল
করেছে বলে আমার মনে হয়না । এর পরও
যদি আপনি আপনার প্রোফাইল পিকচার
ফ্রান্সের পতাকার রঙ দিয়ে রঙ্গিন
করেন ,তাহলে আপনি লক্ষ লক্ষ মুসলমান
ভাইয়ের রক্তের সাথে বেইমানি
করলেন ।
©somewhere in net ltd.