![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল-কাকলি আর জোসনা সজল চোখের মায়া,\nসপ্ন বিলাসী অভিমান অকারনে ডাকে মেঘর বান,\nঅন্ধকারে একলা সপ্ন স্নান, \nবুকে আছে ক্যাকটাস এর পূর্ণ বাগন।
একজন ধর্ষক যখন ধর্ষণ বা রেপ করে তখন ঐ পুরুষরূপী পশু মানসিক ভাবে একজন খুনির সমপর্যায়ে অবস্থান করে।
যে নারী যৌন উত্তেজক পোশাক পড়ে রাস্তায় চলে প্রকৃত পক্ষে সে একজন মানসিক রুগী। আর এরা খুব কম ক্ষেত্রেই ধর্ষিত হয়েছে বলে জানা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই দ্যাখা যায় যারা শালীন পোশাক পড়ে আছে তারাও ধর্ষিত হয়।
পোশাক কে যে যারা দুষছেন তারা আসলে এখন ও নিজের চোখ এ টিনের চশমা লাগিয়ে দেখছেন।
সাবর আগে দরকার মানসিক পরিবর্তন
ধর্ষক ও ধর্ষিতার
ধর্ষক কে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে সকল কে অবগত করতে হবে এর পরিনতি সম্পর্কে।
ধর্ষিতা কে কেউ যেন খারাপ / কুলটা নারী হিসেবে না ভাবে এবং নারীর সামাজিক নিরাপত্তায় সকল কে সচেতন করতে হবে।
বি ঃ দ্র ঃ নারী মানেই উগ্র পোশাকধারী নয় আর সকল পুরুষ ই ধর্ষক নয়।
সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক।
একবার ও ভেবে দেখেছেন কি?
যে নারী ধর্ষিত হল সে যদি আপনার আপন বোন / মা হত ?
আপনার পরিবার এর সামাজিক নিরাপত্তায় আপনি কতটুক সচেতন ?
পুরুষ ঃ কমবেশি সকলেই একজন নারী কে দেখলেই তাকিয়ে দ্যাখে কিন্তু কেউ দ্যাখে সুদৃষ্টি দিয়ে আর কেউ দ্যাখে কুদৃষ্টি নিয়ে।
যারা নারী দের খারাপ দৃষ্টি দিয়ে দ্যাখে তারাই ধর্ষক তারাই পশু।
বিঃ দ্রঃ পুরুষদের বলছি সকল নারী কে আপনার বউ বা ভোগ্য বস্তু ভাববেন না।
একজন পুরুষ ই কক্ষনও বাবা - কক্ষনও স্বামী - কক্ষনও ভাই আবার কক্ষনও একজন ধর্ষক।
'' মানুষ যদি সে না হয় মানুষ , দানব কখন হয় না মানুষ। যদি দানব কখনওবা হয় মানুষ , লজ্জা কি তুমি পাবেনা ??''
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
িজৎ বলেছেন: ধন্যবাদ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক সকলের।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন: সহমত
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
িজৎ বলেছেন: ধন্যবাদ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক সকলের।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: বাচ্চা মেয়েদের কথা জানিনা। তবে বড় বড় যারা ধর্ষিত হয়, তারা জীবনের কোন না কোন সময় ধর্ষকের প্রেমে পড়ে যদি না ধর্ষক তাকে মাইরা রক্তাক্ত করে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
িজৎ বলেছেন: নারী কোন ভোজ্য বস্তু বা কোন প্রদর্শনীর পুতুল নয়। নারী কে সম্মান করেন এবং সকলের সামাজিক নিরাপত্তায় সচেষ্ট হন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
এহসান সাবির বলেছেন: মানুষ যদি সে না হয় মানুষ , দানব কখন হয় না মানুষ। যদি দানব কখনওবা হয় মানুষ , তাহলে অবশ্যই লজ্জা পাব।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
িজৎ বলেছেন: লজ্জা জাতে না পেতে হয় সেই জন্য সকলের সামাজিক নিরাপত্তায় এগিয়ে আসুন।
ধন্যবাদ।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
কে এম শিহাব উদ্দিন বলেছেন: গোপাল ভাঁড়ের কথা শুনে আমি টাশকিত
এ কি শুনলাম আমি
"খোদা আমারে তুইলা নেও নয়ত দড়ি ফালায়ে দেও বায়া উডি যাই"
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
িজৎ বলেছেন: দরি বাই না উডি গিয়া আহেন সবাই মিলে সামাজিক নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হই।
ধন্যবাদ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
নেংটি ইদুর বলেছেন: সব দোষ শুধু মেয়েদের পোষাকের যারা ধর্ষন করে তারা খুব খারাপ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
িজৎ বলেছেন: পোশাক কে যে যারা দুষছেন তারা আসলে এখন ও নিজের চোখ এ টিনের চশমা লাগিয়ে দেখছেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
মাক্স বলেছেন: সহমত
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
িজৎ বলেছেন: ধন্যবাদ এবং সকলের সামজিক নিরাপত্তা নিশ্চিত হোক।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
নাম বলবো না বলেছেন: অশালীন পোশাক সমর্থন করিনা, কিন্তু কে কি পোশাক পড়বে সেটা তার রুচির ব্যাপার।
পোশাকের জন্য মেয়েরা ধর্ষিত হয়- এমন কথা যারা বলে, তারাও একেকজন ধর্ষক।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
িজৎ বলেছেন: পোশাক কে যে যারা দুষছেন তারা আসলে এখন ও নিজের চোখ এ টিনের চশমা লাগিয়ে দেখছেন তাই তারা বুজতেছেন না। যারা পোশাক কে দুষছেন তারা প্রকিত পক্ষে ধর্ষক ও ধর্ষণ কে সমর্থন দিচ্ছে।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
িজৎ বলেছেন: ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক।
সকলের সমাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ধন্যবাদ। সঙ্গে আছি ।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
রাজঋষী বলেছেন: ধর্ষকের উপযুক্ত শাস্তি হোক কিন্তু দর্শকদের কি হবে! যে দেশে নাগরিক অধিকার ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে! সেই দেশে সঠিক বিচার কি করে সম্ভব!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
িজৎ বলেছেন: এই সকল সামাজিক অপরাধ এর বিরুদ্ধে তীব্র গন আন্দোলন চাই , করতে হবে। জাতে আর কোন পশু এই কাজে লিপ্ত হবার চিন্তাও না করতে পারে।
সকলের জন্য সামাজিক নিরাপত্তা চাই।
ধন্যবাদ।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: নারী মানেই উগ্র পোশাকধারী নয় আর সকল পুরুষ ই ধর্ষক নয়
সহমত
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
িজৎ বলেছেন: ধন্যবাদ , আসুন সকলের সামাজিক নিরাপত্তায় সচেষ্ট হই।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
নক্ষত্রহৃদয় বলেছেন: বন্ধ হোক পাপ !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
িজৎ বলেছেন: সকলের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক।
ধন্যবাদ।
১৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:০৬
জসীম অসীম বলেছেন: একদা এক মেয়েকে ভালোবাসতাম আমি। তাকে একদিন পড়তে দিয়েছিলাম ‘কাহলিল জিবরান’। কিন্তু সে সেই বইয়ের বদলে একগুচ্ছ গোলাপফুলকেই বেশি পছন্দ করেছিল। ভালো একটি বইয়ের বিকল্প কি একগুচ্ছ গোলাপ ?
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: নারী মানেই উগ্র পোশাকধারী নয় আর সকল পুরুষ ই ধর্ষক নয়।
সহমত