![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল-কাকলি আর জোসনা সজল চোখের মায়া,\nসপ্ন বিলাসী অভিমান অকারনে ডাকে মেঘর বান,\nঅন্ধকারে একলা সপ্ন স্নান, \nবুকে আছে ক্যাকটাস এর পূর্ণ বাগন।
ছবি দিতে না পারলে পোস্ট দিয়ে লাভ কি? ছবি একটি পোস্ট কে জীবন্ত করে তোলে। একজন পাঠক, লেখা পড়ার সাথে ছবি দেখে, তার কল্পনায় পুরো বিষয় টির একটি পরিস্কার প্রতিছবি ভেসে ওঠে।
যেমন এই পোস্ট টা কলকাতা টু আগ্রা - দিল্লি আর ঘাগরা
সামুর কি টেক প্রব নাকি আমার প্রব কিছুই বুজতে পারছি না।
'' কলকাতা টু আগ্রা - দিল্লি আর ঘাগরা'' পর্ব ২ এর লেখা টা শেষ করলাম কিন্তু পোস্ট এ ছবি যুক্ত করতে না পারায়, পোস্ট টা প্রকাশ করছি না।
সমস্যা এর বিবরণঃ
প্রথম কেয়েক দিন ছবি আপলোড ই হত না, আমার ইন্টারনেট এর গতি ৩ এম বি পি এস।
আর আজ থেকে আরও অদ্ভুত সমস্যা হল,
ছবি সামুতে আপলোড করেছি কিন্তু ইন- সার্ট করার পর লেখায় ছবির কোন লিঙ্ক আসে না। বেশ কয়েক দিন যাবত এই সমস্যা হচ্ছে।
আর সামু তে আপলোড করা ছবি যে গুল ইনবক্স এ আছে সেগুল মুছতে পারছি না।
আশাকরি করতিপক্ষ বিষয় টা নজর দিবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
িজৎ বলেছেন: ইন সার্ট করার পর পোস্ট এ কোন লিঙ্ক যুক্ত হয় না
মানে ইমেজ/এইচ টি টি পি .>>>>>>>> এস্মল
এইরকম কোন লিঙ্ক ই আসে না।
বড়ই পেরেশান। আর আপনি যে কটি উপায়ে আপলোড এর কথা পোস্ট এ দিয়াছেন সব গুল দিয়াই ফেইল মারছে।
কি যে করি
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: পুরোনো পদ্ধতিতে?
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
অপু তানভীর বলেছেন: সমস্যা মনে হয় আপনার পিসিতে । কারন আমি তো নিশ্চিন্তে ছবি আপলোড করলাম । পুরান এবং নতুন দুই পদ্ধতিতে । আপনার ছবির সাইজ কমিয়ে দেখতে পারেন । ৫০০ কেবির বেশি না হলে ছবি আপলোডে কোন সমস্যা হওয়ার কথা না ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
শরৎ চৌধুরী বলেছেন: দেখেন এই পোষ্ট কোন কাজে আসি কিনা।
Click This Link