![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল-কাকলি আর জোসনা সজল চোখের মায়া,\nসপ্ন বিলাসী অভিমান অকারনে ডাকে মেঘর বান,\nঅন্ধকারে একলা সপ্ন স্নান, \nবুকে আছে ক্যাকটাস এর পূর্ণ বাগন।
বিদ্রঃ নিজ দায়িত্তে দেখুন এবং পড়ুন।
অবাক হবার কিছু নাই এটাই বাস্তব
আর মহিলারা ভোট না দিতে আসলে বাসায় বাসায় গিয়া এমন কর্ম হবে
হয় বাল ( বাংলাদেশ আওয়ামী লীগ ) কে ভোট দিন না দিলে যা হবে তার স্যাম্পল / ডেমো ।
এবার লও ঠ্যালা, এই দল কে ২১৪ আসনে জয়ী করেছিলেন আবার ১৫৪ আসন তো মামা বাড়ির আবদার হিসেবে নিয়ে নিছে আর বাকি ১৪৬ আসন এ নির্বাচিত করে জয় বাংলা জয় হাসিনা আর জয় আমি-লিগ সফল করুন।
বঙ্গ বন্ধু এর স্বপন ছিল ৩০০ আসনে জয়ী আমি লীগ তাই বাংলাদেশ আমি লীগ সেই সপ্ন বাস্তবায়ন করল '' জন নেত্রী""
আমার দেশ তোমার দেশ '' বঙ্গ - লীগয় - দেশ''।
বিদ্রঃ এটা একান্তই বেক্তিগত মতামত, এতে কার অনুভুতিতে আঘাত লাগলে বা মেজাজ খারাপ হলে, কিংবা বেসম্ভভ হাসির কারনে আহত হলে সেটা লেখক এর উপর বর্তায় না / লেখক দায়ী নয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
িজৎ বলেছেন: গুগল কেন সাহাবাগে এখন হাম্বা লীগ এর বিনোদন কর্মসূচী চলছে, আপনি এখানে কেন সেই খানে যান। এখানে আপনাকে মানায় না
শাহবাগে অবস্থান নিয়েছে হাম্বা লীগ ( ছাত্রলীগ)
Click This Link
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
যুবাইরআজাদ বলেছেন: মনেহয় হেফাজতের লোকেরা দাড়ীকেটে, প্যান্ট পরে এসে এমন কাজ করেছে, প্রকৃত লালা ওয়ালারাই নারী দেহে এমন নৃত্য করতে পারে।
সব দোষ আপনার, আপনারে মা......ই.... না ওটা তো নাই্।
ভাল থাকবেন।
দোয়া করুন দেশের জন্য, সাধারণ মানুষের জন্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
িজৎ বলেছেন: হাম্বা যুবাইর আজাদ
আপনার মন্তব্বের জন্য ধন্যবাদ
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মুহামমদ মিনহাজ বলেছেন: কই কয়ডা মরলো
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
িজৎ বলেছেন: মারে নাই সুধু পজ দিয়া ফট তুলছে বুজলেন বিশিষ্ট হাম্বা মুহামমদ মিনহাজ
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
বিডি আমিনুর বলেছেন: হায়রে শুয়োর লীগ !!!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
িজৎ বলেছেন: আব্বা হাম্বা আম্মা হাম্বা তাই ওরাও হাব্বা
এতে লজ্জার কি আছে মিঃ বিডি
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মুহামমদ মিনহাজ বলেছেন: হাম্বা কওয়া কি আম্নের স্টাইল ???
স্টাইল না হইলে আপনারে কতক্ষন গালিগালাজ করমু, তাড়াতাড়ি কন
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
িজৎ বলেছেন: হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ।
এত অন্ধ হইয়েন না কোন লাভ নাই।
আওয়ামীলীগ , বিএনপি সবাই দেশ এ সরকার গঠন করে তাদের সুবিদা পাবার জন্য,
দেশ এর কথা ভাবে না।
গনত্রন্ত্র এর নামে মানুষ / জনগন কে এই পরিনতি দিতে হবে কেন, কিসের জন্য অন্ধ হইছেন।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
হুংগা বলেছেন: মুহামমদ মিনহাজ বলেছেন: কই কয়ডা মরলো
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
িজৎ বলেছেন: আওয়ামীলীগ , বিএনপি সবাই দেশ এ সরকার গঠন করে তাদের সুবিদা পাবার জন্য,
দেশ এর কথা ভাবে না।
গনত্রন্ত্র এর নামে মানুষ / জনগন কে এই পরিনতি দিতে হবে কেন, কিসের জন্য অন্ধ হইছেন।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
যুবাইরআজাদ বলেছেন: ধুর মিয়া আপনার এন্টিনার ফ্রিকুয়েন্সি কম, এ্যাপ্লিচিউড ও কম।
ভাল থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
িজৎ বলেছেন: আপনেও ভাল থাকেন রাজনীতি এর মোহে অন্ধ হইয়েন না,
মা বোন আপনার ও কিন্তু আছে।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বাটাগোর বাস্কা বলেছেন: প্রতিটা দলের মধ্যেই এরকম কিছু্ হায়েনা লুকিয়ে আছে। অনুপাত কেবল কম আর বেশি। যতদিন এ জাতির মানসিক চিন্তুার বিকাশ আর বিবেকবোধ জাগ্রত না হবে ততদিন কোন চেতনা কিংবা কোন মতাদর্শই এ অবস্থার উত্তরণ ঘটাতে পারবে না।
তবে প্রগতিশীলতা আর চেতনার বুলি আওড়াইতে আওড়াইতে যারা লালা বের করে, স্বার্থের জন্য নিজের বিবেককে বিক্রি করে ,তাদেরকে শুধু ধিক্কার.....
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
িজৎ বলেছেন: " যতদিন এ জাতির মানসিক চিন্তুার বিকাশ আর বিবেকবোধ জাগ্রত না হবে ততদিন কোন চেতনা কিংবা কোন মতাদর্শই এ অবস্থার উত্তরণ ঘটাতে পারবে না। "
বিকাশ হবে না যদি না সবাই একসাথে জেগে ওঠে।
" প্রতিটা দলের মধ্যেই এরকম কিছু্ হায়েনা লুকিয়ে আছে"
এই জন্য এই সোনার বাংলায় প্রকাশে মানুষ খুন হয় ( বিশ্বজিৎ)।
"প্রগতিশীলতা আর চেতনার বুলি আওড়াইতে আওড়াইতে যারা লালা বের করে, স্বার্থের জন্য নিজের বিবেককে বিক্রি করে ,তাদেরকে শুধু ধিক্কার....."
সুধু দিক্কার দিলে হবে না , এই সব দালাল দের "গদাম" দিয়ে দেশ থেকে বের করে দিতে হবে।
ধন্যবাদ।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: লও ঠ্যালা, এই দল কে ২১৪ আসনে জয়ী করেছিলেন আবার ১৫৪ আসন তো মামা বাড়ির আবদার হিসেবে নিয়ে নিছে আর বাকি ১৪৬ আসন এ নির্বাচিত করে জয় বাংলা জয় হাসিনা আর জয় আমি-লিগ সফল করুন ...
@ বাটাগোর বাস্কা বলেছেন: তবে প্রগতিশীলতা আর চেতনার বুলি আওড়াইতে আওড়াইতে যারা লালা বের করে, স্বার্থের জন্য নিজের বিবেককে বিক্রি করে ,তাদেরকে শুধু ধিক্কার.....
+++
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
িজৎ বলেছেন: সুধু ধিক্কার দিলেই আপনার দায়িত্ত শেষ হয় না, "গদাম" দিয়ে দেশ পরিস্কার ও করতে হবে।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ভোরের সূর্য বলেছেন: মানুষের বিবেক বলে একটা কথা আছে। সেটা না থাকলে পশুদের সাথে আমাদের কোন পার্থক্য থাকেনা।
গুগলকরস এবং তার সমমনভাপন্নরাই হচ্ছে সেরকম আলাদা কিছু।
না,তার মানে এই না যে বিএনপি ভাল বা বিএনপি খারাপ কিছু করে নাই।বিএনপিও একই পথের পথিক।ওরাও অনেক অত্যাচার করেছে।তার মানে এই না যে বিএনপি যা করেছে সেটা আওয়ামীলীগ করবে। আর বিএনপি বা আওয়ামীলীগ যেটাই খারাপ কাজ করুক না কেন সেটা খারাপই।দল কানা না হয়ে খারাপ কে খারাপ বলার মনমানষিকতা থাকতে হবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
িজৎ বলেছেন: সহমত ১০০%
সাদা কে সাদা আর কাল কে কাল বলার সৎ সাহস থাকতে হবে সবার।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
িজৎ বলেছেন: আওয়ামী লীগ বা বিএনপি কে কি করল সেটা কথা না।
কথা হল ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলুন এবং অন্যায় এর তীব্র প্রতিবাদ করুন।
কেন অন্দ হয়ে থাকবেন। কাল আঘাত ও আপনার উপর আসবে।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইতিহাস ক্ষমা করবে না... ওরা ওদের প্রাপ্য বুঝে পাবে...
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
িজৎ বলেছেন: কথা হল ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলুন এবং অন্যায় এর তীব্র প্রতিবাদ করুন।
কেন অন্দ হয়ে থাকবেন। কাল আঘাত ও আপনার উপর আসবে।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
িজৎ বলেছেন: কথা হল ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলুন এবং অন্যায় এর তীব্র প্রতিবাদ করুন।
কেন অন্দ হয়ে থাকবেন। কাল আঘাত ও আপনার উপর আসবে।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
মতিউর রহমান মিঠু বলেছেন: বাইরআজাদ বলেছেন: মনেহয় হেফাজতের লোকেরা দাড়ীকেটে, প্যান্ট পরে এসে এমন কাজ করেছে, প্রকৃত লালা ওয়ালারাই নারী দেহে এমন নৃত্য করতে পারে।
সব দোষ আপনার, আপনারে মা......ই.... না ওটা তো নাই্।
ভাল থাকবেন।
দোয়া করুন দেশের জন্য, সাধারণ মানুষের জন্য।
আরে দালাল, তোর মা বা বোনকে এরকম নির্যাতন করলেও কি এসব বলতি! নাকি মায়ের পেটে তুই জন্মাসনি??
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
িজৎ বলেছেন: সহমত
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
লেজারবিম বলেছেন: তাদের দেশ তারা চালাবে সেখানে অন্য কারো মাতবরী মেনে নেয়া যায়না।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
িজৎ বলেছেন: কথা হল ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলুন এবং অন্যায় এর তীব্র প্রতিবাদ করুন।
কেন অন্দ হয়ে থাকবেন। কাল আঘাত ও আপনার উপর আসবে।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
সেমিবস বলেছেন: আপনার ভোট দেওন লাগব না, ৬০% অটোকাষ্ট হইয়া যাইব।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
িজৎ বলেছেন: কথা হল ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলুন এবং অন্যায় এর তীব্র প্রতিবাদ করুন।
কেন অন্দ হয়ে থাকবেন। কাল আঘাত ও আপনার উপর আসবে।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
যুবাইরআজাদ বলেছেন: মতিউর রহমান মিঠু বলেছেন: বাইরআজাদ বলেছেন: মনেহয় হেফাজতের লোকেরা দাড়ীকেটে, প্যান্ট পরে এসে এমন কাজ করেছে, প্রকৃত লালা ওয়ালারাই নারী দেহে এমন নৃত্য করতে পারে।
সব দোষ আপনার, আপনারে মা......ই.... না ওটা তো নাই্।
ভাল থাকবেন।
দোয়া করুন দেশের জন্য, সাধারণ মানুষের জন্য।
আরে দালাল, তোর মা বা বোনকে এরকম নির্যাতন করলেও কি এসব বলতি! নাকি মায়ের পেটে তুই জন্মাসনি??
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩ ০
লেখক বলেছেন: সহমত
মনে বড় দুঃখ পেলাম, অবশ্যই আপনাকে না বুঝাতে পারাটা আমার ই ভূল। এজন্য আপনি দায়ি নন। আপনারে মা......ই.... না ওটা তো নাই্। সম্ভবত এই অংশটা আপনারা দুজনেই ভূল বুঝেছেন। আমি অভিমানীর মত সাথে দুষ্টুমি করে বলতে চেয়েছি "আপনাকে মইনাস," তারপর লিখেছি "না ওটা তো নাই"। আমার মনে হয় আপনারা মনে করেছেন অাপনার মাকে নিয়ে লিখেছি যে, তিনি সেখানে নাই। সরি ভা্ই আমি ওটা বুঝাতে চাই নি।
আর রাজনীতির কথা বললেন? আমি আসলে কোন রাজনৈতিক দলের নেতা তো নইই, এমনকি সমর্থ্ক ও নই। তবে কিছু কিছু দলের কিছু নেতাদের অতি দাম্ভিকতা, মানুষকে অসম্মান করে কথা বলা ও মারাত্মক গীবত করার জন্য তাদেরকে অপছন্দ করি। মুরুব্বী কিছু আলেমের প্রতি আমার ভালবাসা আছে যা একজন মুসলিম হিসাবে থাকতেই হবে এক দেহের মত। আশা করি বুঝতে পারবেন। আর ব্লগে সবাইকে এইভাবে ভাদা বা ছাগু ট্যাগ দেয়া কিন্তু ঠিক না। একজন মানুষকে না বুঝে বা অনুমান করে গালি/অপবাদ দিলে এর জন্য জবাবদিহিতা করা লাগবে, আপনি যদি মুসিলিম হন তবে পরিস্কার বুঝবেন যে সেটা মরণের পরে। আর হেফাযতের কথা বলেছি টিভি খবর দেখে শিখে, দোয়াকরি আল্লাহ আপনার মঙ্গল করুন, ভাল থাকুন।
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
িজৎ বলেছেন: আপনার ভুলের জন্য আপনাকে গালি শুনতে হয়েছে তাই আশা করি আগামীতে এমন ভুল আর কখন করবেন না।
ভুল স্বীকার করার জন্য ধন্নাবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
গুগলরকস বলেছেন: মন ভালো করতে চান? বিনোদোন চান?
ইউটীউবে সার্চ মারে saidee phone
শুনেন বিশিষ্ট ধর্ম ব্যাবসায়ীর সেইরাম কীর্তি