| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক
মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াতে পাশ্চাত্য সংস্কৃতিকে পাত্তাই দিই নি কখনো। কিন্তু আজ ভাগ্যচক্রের খেলা পাশ্চাত্যেই বসবাস করছি। পুরো বয়সের ৩ ভাগের ১ভাগ সময় মিডিয়া নিয়েই আছি.....থাকবো......অজগরের মতো মিডিয়া যেন আমাকে গ্রাস করে বসেছে....যেন আর ছাড় দিতে রাজি নয়....অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে পারি নি....পারবো কিনা জানি না।
http://ukbdnews.com/community/174-news/1956-2013-03-04-02-38-30.html
ইউরোপের জনপ্রিয় মিডিয়া চ্যানেল আই ইউরোপের প্রধান কার্যালয়ে অতর্কিতভাবে ঘেরাও করে ৩০/৩৫ ব্যক্তি। ধারণা করা হচ্ছে এরা জামায়াত শিবির কিংবা স্বাধীনতা বিরোধী সংগঠনের সাথে সম্পৃক্ত।
তবে, চ্যানেল আই ঘেরাও করার কর্মসূচি এর আগের দিন থেকেই গুঞ্জন সৃষ্টি করে পুরো কমিউনিটিতে। এই গুঞ্জনের সত্যতা না থাকায় অনেকটাই হালকাভাবেই নিয়েছিল এই বার্তা। শেষতক সত্যি হলো - এই গুঞ্জন। রবিবার রাত সাড়ে আটটার সময় পূর্ব লন্ডনের রাইফেল স্ট্রীটের সামনে ৩০/৩৫ জন ব্যক্তি জড়ো হয়ে চ্যানেল আই এবং শাহবাগ প্রজন্ম চত্বরের বিরোধী স্লোগান দেয়।
Click This Link
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
লন্ডন ছাগুদের বিশ্ব হেডকোয়াটার।
মাত্র ৩০ জন ছাগল?