নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
এস এম এস,
দু’বছর তোকে দেখিনা, দু’বছরে নোনতা হল ঘামের গন্ধ, সংকর দোকানির মুদি দোকান, অশ্বত্থ গাছ, দু’বছরে বুঝি শুকিয়েই গেছে। দু’বছর তেতো রোদে ফসলের দানায় মাতম। কাঁদছে বাঙালি, কাঁদছে তোর সিঁদুরের কৌটো। পিশাচগুলোর বিষথলি উপচে পড়েছে পতাকায়। সোম রসে পাগলা জগাই, ওহে বেকুব পাগলা মাধাই।
তখনও চলছিল কাঁকর বিছানো পথ, তখনও চলছিল কলকাঠির আবদার। তবে হঠাৎ কেন মরে গেল সংকর মামা? হঠাৎ ছাই হল দু’বছর পর পুকুরপাড়? আচ্ছা, তোর বাঁ বুকে কামড়ের দাগ এখনো আছে? কে যেন পটকা মেরেছে ছাপোষা তোর সেলাই দাদার? রক্তাক্ত দেহে কোন কোটরে ছিল পোস্টার?
রিপ্লাই,
ওহে, আমাকে স্বাধীনতা দাও, পূর্ণাঙ্গ স্বাধীনতা। পতাকায় আগুন লাগলে স্বাধীনতা স্বাধীন থাকে না। শরীরের কল-কপজ্জায় ঘুণে ধরেছে, ঘুণে ধরেছে মস্তিষ্কে, বোমার রাজত্বে হায়না শকুনের দল বাসা বাঁধে, ডিম পাড়ে, বড় হয়, বন্ধ হয় বছর বছর ঋতুশ্রাব। রোবোটিক মৌলবাদীর জলকেলি। অথচ জন্ম দিয়েছে যারা সন্তান, নব্য রাজাকার, জগাই, মাধাই। আমাকে পরিয়ে দাও অগ্নি লাল শিখা, স্থবির নগরে জেগেছে উত্তাল তুফান, আমাকে একটিবার ভাসিয়ে দাও জনসমুদ্রে।
পিশাচ আত্মা হঠাৎ শরীর ধারণ করল, বেঁচে উঠল তাণ্ডব পৈশাচিক হুঙ্কার। জ্বালিয়ে দিচ্ছে মানচিত্র, খুবলে খাচ্ছে লাল পতাকা, গুঁড়ো গুঁড়ো শহীদ মিনার। আমাকে একটিবার স্বাধীনতা দাও। নৌকার শরীরের ফুটোফুটো ক্যান্সার, ছলাত ছলাত জল উঠছে গাঙ্গের পারে। শকুনের বিষ্ঠায় ভেসে গেল ঠাকুর ঘর, নীলকণ্ঠ। অনুগ্রহ করে দ্বার খুলে দাও। সতের বছরের কিশোরটি পার করেনি স্বাধীনতা, নোনতা রক্তে ভিজে চৌচির, অবতার, ক্ষমা কর। এলেবেলে না হয় একটিবার স্বাধীন কর। গর্ভজাত মা পতাকার কসম, তপ্ত তপ্তে আগুনে পুড়ছে স্বাধীনতা, নির্বাসনের মানদণ্ডে এখন কালিমা, পুরানো ঘায়ে আবার হায়নাদের আস্ফালন। সদ্যজাত শিশুর কসম, অনুমতি দাও। সীমান্তের কাঁটাতারে পাগলা কুকুর, দ্বার ভাঙ্গবো! বিস্ফোরিত আগুন।
এস এম এস,
পারমিশন গ্রান্টেড…
২..........লজ্জাস্করের লজ্জাবতী........
আমি লিখব না বলে খাতা কলম ভুল বলেছিল,
সোনারতরী হেটে গেল রাস্তার পারে,
ট্রাম কার্ডের সতিত্ব যখন বেঁচে বর্তে আরামে
তখন প্রাণের নেশা পেয়ে যায় ক্যাসিনোতে
লুপ্ত আকাশচারী বিস্ফোরিত নক্ষত্র
চৌচির কর সপ্তর্শী কেড়ে আনো নেপচুন,
চাঁদের গায়ে এখন লেগে আছে আলগা মাটি,
অক্সিজেনের খোঁজে ছোটে পৃথিবী তেপান্তর।
আর তুমি হাত রাখ লজ্জাস্করের বুক পকেটে,
হৃদপিন্ডের ভেতরে জমে গেছে কালো কালি,
শাবল দিয়ে এস্পার ওস্পার শিতল বাতাস,
অথচ ভালোবাসার ক্যাসিনোতে শুন্য অক্সিজেন..
৩......................মহা প্রলয়............
আজকাল আমাদের পথ গুলো শুকিয়ে গেছে..শুকনো পাতারা চুইয়ে পরা কুয়াশার নেশায়...ইটপাথরের গাথুনিতে চুনকাম মেখে নেতিয়ে থাকা ইন্দ্রিয়ের ভাষা... ভরা বরষায় মুখ গুটিয়ে শরীর সর্বস্ব দেহ....
চোখ গুলোও কেমন জানি যান্ত্রিক; সেন্সর বুঝি নষ্ট হয়ে গেল, কুকুর বেড়ালেরও পার্থক্য বোঝেনা..মতিঝিলে রেবেন চশমার ফ্রেমে মুখো মুখি ধুলো উড়ো হাবিঝাবি প্রেতলোক.........
আজকাল আমাদের অতিন্দ্রিয় পথ গুলো শুকিয়ে কাঠ..স্তব্ধ ডাঙ্গায় হুমরি খেয়ে মরে পরে বট বৃক্ষ.. আস্বাধনের নোনাজলে পা ধুয়ে যায় বিবেকের হৃদপিন্ড..প্রশ্ন আর কত ,এ তো আর চার্লস ব্যাভেজ নয়.. এ হচ্ছে ডারউইনের স্বপ্নপ্রাপ্ত মানব যন্ত্র..সেই তো নগ্ন যুগে বেঁচে ছিলাম আমরা , আজো বেঁচে আছি মহাপ্রলয়ের অপেক্ষায়...
অতপরে ভাবছি আমরা হয়তো অপেক্ষারত স্যামুয়েল বেকেট...
(এডিট কৃত... ছবিটা বিরক্তিকর.. .)
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধর্য্যের জন্য ধন্যবাদ...
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা...
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালু লাগিচ্ছে
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যা হইলাম.. ধন্য..
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪
শায়মা বলেছেন: +++
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু হাসির মডেলটা কিন্তু জটিল থিম...
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো কবি।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই... বিদ্রোহ আর প্রতিবাদ করেই দেশ একদিন একদিন এগিয়ে যাবে....জয় বাংলা...
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: সবটাই দারুন - মহা প্রলয় টা বেশি দারুণ
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাসুম ভাই, বিষন্নতা একটা রোগ.. কিন্তু বিষন্নতার তিব্র ভালো লাগার মত মানুষের পরিমান খুব কম...
ধন্যবাদ আর ধন্য হলাম আমি..
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
লুপ্ত আকাশচারী বিস্ফোরিত নক্ষত্র
চৌচির কর সপ্তর্শী কেড়ে আনো নেপচুন,
চাঁদের গায়ে এখন লেগে আছে আলগা মাটি,
অক্সিজেনের খোঁজে ছোটে পৃথিবী তেপান্তর।
এতটা গভীর অনূভব... ভাবতেই পারিনা আমি...!
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবি. আপনি কবি...ধন্যবাদ..
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার সবগুলাই। আপনার বানানও অনেক ভালো হৈসে আগের চেয়ে।
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই, চেষ্টা করিতেছি বানান ঠিক করিবার...
পোষ্ট দেয়ার পর আমি মুলত অপেক্ষায় থাকি কিছু কিছু মন্তব্যে, উপদেশ, বকা,আর শাষন শোনার জন্য ..
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
আমিভূত বলেছেন: চমৎকার লিখেন তো আপনি ! এতদিন আপনাকে খুঁজে পাইনি কেন ??
পিছুনিলাম
শুভ কামনা ।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ভূত.... ভূত ভয় লাগে..... হাস্যকর হলেও সত্য... শুভকামনা... ভূত হলেও স্বাগতম আপনাকে...
১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
নস্টালজিক বলেছেন: পিশাচ আত্মা হঠাৎ শরীর ধারন করল,বেঁচে উঠল তান্ডব পৈশাচিক হুংকার।জ্বালিয়ে দিচ্ছে মানচিত্র, খুবলে খাচ্ছে লাল পতাকা, গুরো গুরো শহীদ মিনার।আমাকে একটিবার স্বাধীনতা দাও।নৌকার শরীরের ফুটোফুটো ক্যান্সার,ছলাত ছলাত জল উঠছে গাঙ্গের পারে।শকুনের বিষ্ঠায় ভেসে গেল , ঠাকুর ঘর, নীলকন্ঠ।অনুগ্রহে হাতে পরছি দ্বার খুলে দাও।সতের বছরের কিশোরটি পার করেনি স্বাধীনতা,নোনতা রক্তে ভিজে চৌচির,অবতার ক্ষমা কর।এলে বেলে না হয় একটিবার স্বাধীন কর।গর্ভজাত মা পতাকার কসম,তপ তপে আগুনে পুড়ছে স্বাধীনতা,নির্বাসনের মান দন্ডে এখন কালিমা,পুরানো ঘায়ে আবার হায়নাদের আস্ফালন।সদ্যজাত শিশুর কসম অনুমতি দাও।সিমানার কাটাতারে পাগলা কুকুর ,দ্বার ভাঙ্গবো! বিস্ফোরিত আগুন।
কি চমৎকার একটা দৃশ্যকল্প! এই ভার্স-টা সুন্দর!
আবার এই ভার্স-এর কিছু জায়গা তুমি ঠিক করতে পারো রিভাইস দিয়ে! বলসিলাম তোমাকে রিভাইস এর কথা!
গুড়ো গুড়ো, ছলাত ছলাত, তপ তপে-এ রকম শব্দ ব্যাবহার না করে অন্য কিছু ভাবতে পারো! আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এক ভার্সেই এ রকম শব্দ থাকলে জিস্ট-টা খানিক অন্যরকম হয়!
পাঠক হিসেবে বলতেই পারি আমি এ রকম! আর লেখক যখন তুহিন লা, তখন তো শুধু বলা নয়, মাইরধোর-ও দিতে পারি! হা হা!
তুহিন, কেমন আছো, বলো!
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম রানা ভাই.. সুন্দর শব্দের জন্য বসে আছি ... অবশ্যই চেষ্টা করিব ভার্স টা ঠিক করিবার জন্য.. আমিও যে ভা্বিনি তা নয় রানা ভাই কিন্তু যুতসই শব্দ পাওয়া মুস্কিল!!!!
রানা ভাই পাঠক টাঠক বুঝিনা.. আপনার মাইরের জন্য প্রতিক্ষায় আছি.. স্কটল্যান্ড তো আসতেছেন... আমি ভেবেছিলাম এ মাসে এক বার ঘুরে আসবো.. কিন্তু এখনতো আপনি আসার আগ পর্যন্ত বসে থাকা ছাড়া উপায় নেই...
ভালো আছি . চলছে রানা ভাই... যাযাবর আর কোথাও স্থায়ী হয়ে অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল টাইপের মানুষ হয়তো আমি নই তাই ভালো থাকাটা আপেক্ষিক....
রানা ভাই ফোন দিব ... আবার তো হরতাল.. দেশটা পুরাই মাতাল...আমার মত...
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
এম হুসাইন বলেছেন: ভাল্লাগছে...... বিশেষ করে কবিতা...
শুভকামনা।
ভালো থাকুন।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.. আমার এখানে আসার জন্য...
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
ভিয়েনাস বলেছেন: Chomotkar jhajhalo hoyese..... Mohaproloy valo laglo .... Bisonnotar tibrota khub upovoggo
২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক.. শুভকামনা..
১৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৭
কালোপরী বলেছেন: সুন্দর
১৩ ই মে, ২০১৩ রাত ১০:২৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ... স্বাগতম সবসময়...
১৪| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
জুন বলেছেন: চোখ গুলোও কেমন জানি যান্ত্রিক; সেন্সর বুঝি নষ্ট হয়ে গেল, কুকুর বেড়ালেরও পার্থক্য বোঝেনা।
ঠিক তাই তবে যান্ত্রিক নয় আমার মনে হয় ছানি পড়েছে আমাদের সবার চোখে উচু থেকে নিচু সবার তুহিন ।
ভাললাগলো
+
১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে কি যে হবে....................
১৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫১
অদৃশ্য বলেছেন:
খুবই সুন্দর হয়েছে... খুবই ভালো লেগেছে আমার...
শুভকামনা...
২৫ শে জুন, ২০১৩ রাত ২:৪৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......ওহ মাই গড আমি দেখিইনি........ শুভকামনা......
১৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল
আপনার লেখা কেন যেন কখনোই পড়া হয় নি
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি তো লেখক না কবিওনা ... যা আসে তাই লিখি... তাই পড়া হয়নি... নিজেকে লেখকও ভাবিনা... তবে লেখক কবি এদের মন থেকে শ্রদ্ধা করি.. ভালো থাকুন.. ধন্যবাদ ..
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম/// কি আর করা ..ধন্যবাদ..
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
আরজু পনি বলেছেন:
বেশ ধারালো লিখা। ভালো লাগলো।