নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

এবং জন্মান্তর।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬







তিথি তুমিও ভাববে মৃত্যু ছিল পূর্ণিমার নাম

যেখানে জ্বলছিল কাঠ কয়লার সমাধি;

ঘিলু সুদ্ধ উড়ে গেল শুক্লা পক্ষে হাজারো শুদ্ধ প্রণয়,

স্নায়ুবিক বৃষ্টি;জগ্ধ ঘাস, এঁটেলে একাকার শেষ চিঠি।



ঘুমন্ত মৃতদের জাগাতে গিয়েছি সেদিন

বলছি আমার মৃত্যু উপাখ্যান এবং জন্মান্তর।

সন্ধ্যামালতি গাছের পাশেই ছিল শ্মশান,,

যদিও সেখানে শঙ্খিনী ,হতবাক, আমি কথা বলছি।



চিঠিতে বাসি ফুলের আচড়, নীল ওড়নার গন্ধ;

উপমাহীন রুগ্ন দেহে কাঁপতে কাঁপতে পড়েছিলাম,

কেমো থেরাপিতেই মৃত্যু আর তার পর;

আবার জেগে ওঠা তিথি, তুমি ভালো আছো?



পদার্থের ভেতরেও জীবন থাকে ভুলে যেওনা,

এভাবে কি আর কর্পোরেট কোম্পানি চলে?

এভাবে কি আর দেশীয় পাতিহাঁস সাঁতার কাটে?

এভাবে কি আর সুর্য্ নিভে নষ্ট পঁচা বাক্যালাপে?

ফ্যাত ফ্যাতে প্রেমের কাব্য ছাড় কবি, জেগে ওঠ।



বুঝলাম তারা বিশ্বাসী না,মাটি,পলেস্তারা এপিটাফ

কবরখানার ছেড়া পাটি, ল্যাম্প পোষ্ট গুলোও হয়তো,

যে শেয়া্ল বছর বছর পাহারা দিল পরিত্যাক্ত শ্মশান

সেও রাজি মৃত্যু তীর্থযাত্রী তিথির মত সহস্রবার।







ব্রীড়িত জীবন



জীবনের ঝরা পাতায় শিশির

রুখে যাওয়া সন্ধানে আরএকটু,

বিভিষিকার রক্তিম আলো দুরন্ত

দ্রোহের স্নানে ব্রীড়িত বেঁচে থাকা।



তোমার জন্য রুদ্ধ ছিল বার বেলা,

তোমার জন্য রুদ্ধ মেঘে ঢাকা অষ্টমি,

তোমার জন্য রুদ্ধ সমস্ত অস্তিমজ্জা,

তোমার জন্য রুদ্ধ রুগ্ন সমাজ মন্ত্রী।



শ্রাদ্ধের ঘনকালো রাতে আকন্ঠ মৃত্যু বাসনা;

যে সময়টা হোচট খাওয়া পরিক্রান্ত উটের পিঠে

সিন্ধুকের ঢাকনা খোলা ধুলো মাখা স্মৃতির বিন্দু।

ভালোবাসার রক্ত ক্ষরণ হয়তো হয় সেখানে

যেখানে আমাদের পবিত্রালয়ে প্রথম পরিভ্রমন;

ভালোবাসা বেঁচে থাঁকুক অস্ত যাওয়া ক্লান্ত

শতাব্দীর জেগে থাকা প্রহরীর লাল ঝান্ডায়।





প্রেমাতংক



একটু এদিকে এসো বসইনা একটু;

কি? ভাত উগরে ফেন পরছে আগুনে?

পরুক না নিভুক না কেরিসিনের শৈলতে;

যদিও জানি চালের বাজারে সুর্য় ঠাকুর,

চুসে নিচ্ছে সব রাস্ট্র ধর্ষক পা চাটা কুকুর,



এত ভেবে লাভ কি ভালোবাসি একটুইতো,

ভালবাসতে সোয়া সের চাল না হয় পুরুক পাতিলে,

ভালোবাসতে এক দুটো ভ্রুণ ডুবে যাক ক্লিনিকের নালাতে,

তবুও একটু এসো জানলা খোলা রেখ ,

দরজায় কড়া নারলে এদিক ওদিক তাকিও,

বুঝিয়ে দিও অবাদ্ধ প্রেমে থাকে বৈধতার শৃংখলা...











কবিতা মানেই হয়তো মেরুদন্ড যুক্ত প্রানীর ভন্ডামী....

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালোবাসা বেঁচে থাঁকুক অস্ত যাওয়া ক্লান্ত
শতাব্দীর জেগে থাকা প্রহরীর লাল ঝান্ডায়!

এবং জন্মান্তর, প্রেমাতংক বেশ ভালা লাগছে!

৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবা্দ মাসুম ভাই. ব্লগে আজকাল আর বসা হয়না.. কেউ আসেও না আমিও যাইনা... ব্লগ মনে হয় মানুষের জীবনের মত.............. হুদা কামে বেঁচে থাকা...

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

রাইসুল নয়ন বলেছেন:

কবি,মন্ত্রমুগ্ধের মতো পড়লাম।

অসাধারণ!!!


বিনা অনুমতিতেই প্রিয়তে নিলাম!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ কবি... অনেক ধন্যবাদ... আপনার প্রিয়তে যাবার মত কবিতা লিখি কিনা জানিনা.. তবে ধন্য হলাম...

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। প্রথমটা অসাধারণ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাইয়ের মুখে অসাধারণ শব্দটা শুনে কেমনজানি লজ্জা লাগল..

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

সায়েম মুন বলেছেন: প্রথমটাতে বেশী ভাললাগা। এরপর তৃতীয়টা। ২য়টাও লেগেছে। বেশ কিছু টাইপো চোখে পড়লো। আশা করি ঠিক করে নিবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবি ধন্যবাদ... আমার চোখে চশমা দরকার.. চিন্তার আরো পরিপক্কতা দরকার আমি জানি.. টাইপো গুলো ঠিক করে নেব.. তবে যদি যে টাইপো গুলো আপনার খুব খারাপ লেগেছে একটু বললে ভালো হয়.. সে পর্যন্ত থাকুকনা যেভাবে আছে,..

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্রীড়িত মানে কি?

তিনটা কবিতাই খুব সুন্দর।
ক্রম বললে প্রথমটা এগিয়ে রাখবো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ব্রীড়িত মানে লজ্জাময়....

ধন্যবাদ অনেক...

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:





১ম টা দুর্দান্ত... ২য় টা বেশ ভালো... ৩য় টা অনেক সুন্দর হতে যেয়েও মনে প্রশ্ন তৈরি করলো মনে...

যদি ৩য় টির শিরোনামটিকে মূল হিসেবে ধরি তাহলে ভাবনার পরিবর্তন হয় আর যদি এর ভেতরের কথাগুলোকে ধরি তাহলে মনে প্রশ্ন তৈরি হয়... প্রেমাতংকে আপনি আসলে কি বুঝাতে চাইলেন ?


শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জীবন মানে হচ্ছে সুন্দরতম শব্দ..যে জীবনে শুদ্ধ প্রেম থাকেনা সে হল অর্থহীন.. প্রেম যদি করতেই হয় শুদ্ধ প্রেম করাই ভালো.. কামনা আর প্রেম এক নয়.. রাস্ট্র প্রেম আমাদের বেঁচে থাকা সবই একই সুতোই বাঁধা.... সবিই পবিত্র হওয়া দরকার...আমরা খুব বেশি অপবিত্র...!!

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে তুহিন ||

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য,..

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

অদৃশ্য বলেছেন:





সেইতো বলি... আপনার প্রেমাতংকের ভেতরের লিখাগুলো পাঠের পর ভাবছিলাম আপনি কি সেইসব প্রেমিদের আরও প্রলুব্ধ করলেন! কিন্ড়ু শিরোনামেই স্পষ্টতো বুঝা যাচ্ছিলো যে আপনি তাদের আসল রুপটাই তুলে ধরতে চেয়েছেন... সেই জন্যই বলেছিলাম...

ভেতরটাতে কড়া কিছু থাকলে আর এমন দ্বিধা হতোনা... পরিষ্কার করেদেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে...

প্রেমাতংক... অনেক সুন্দর কবিতা

শুভকামনা...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা যদি আপনার ভালো লাগে ধন্যবাদ...

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

তুষার কাব্য বলেছেন: চিঠিতে বাসি ফুলের আচড়, নীল ওরনার গন্ধ;
উপমাহীন রুগ্ন দেহে কাঁপতে কাঁপতে পড়েছিলাম,
কেমো থেরাপিতেই মৃত্যু আর তার পর;
আবার জেগে ওঠা তিথি, তুমি ভালো আছো?
আহ্‌ ! কি সম্ভাষন ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তিথিরা যেন ভালো থাকে সবসময়>.... শুভকামনা তুষার...

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

জুন বলেছেন: তুহিন
অনেক দিন পর মনে হলো তোমার কবিতা পড়লাম। খুব ভালোলাগলো বিশেষ করে প্রেমাতংক এত ভেবে লাভ কি ভালোবাসি একটুইতো,
ভালবাসতে সোয়া সের চাল না হয় পুরুক পাতিলে,

শুভেচ্ছা রাত্রির

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে কতদিন পর আপনাকে দেখলাম আমার এখানে... মনে করেছেন দেখে সত্যি ভালো লাগছে... দোয়া রাইখেন... শুভ কামনা আপু...

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

ভিয়েনাস বলেছেন: প্রথমটা দুবার পড়লাম... অসাধারন লাগলো :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ..

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

রেজোওয়ানা বলেছেন: আপনার কবিতা তিনিটিই খুব ভাল লেগেছে, বিশেষ করে শেষটা।

এই জায়গা গুলো ঠিক করে নিতে পারেন......

পরুকনা নিভুকনা----পরুক না, নিভুক না।

সঙ্খিনী-----শঙ্খিনী
ওরান--ওড়না
তার পর--তারপর
শহস্রবার--সহস্রবার
বিভিশিকা-বিভিষিকা
চুশে----চুসে
ভ্রন ---ভ্রুন

'এক দুটু'---মানে কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঠিক করে নিয়েছি আপু...

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

রাজসোহান বলেছেন: কবিতা মানেই হয়তো মেরুদন্ড যুক্ত প্রানীর ভন্ডামী...

কেনো এই অপবাদ!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এ ছাড়া আর কি... কবির মত কাপুরুষ কি আছে এ পৃথিবীতে? খালি আবেগ.. না পারে সমাজ বদলাতে না পারে কোন পরিবর্তন আনতে... আগুন ধরানোর মত সাহস আমাদের নেই তাই লিখে যাই,, লাভ কি...

রাজ ভাই কি খবর... অনেক দিন পর.. সত্যি ভালো লাগল,.. ফোনের উত্তর দিতে পারি নাই.. ভেবে নিয়েন আমি এক অষ্টমির মাতাল,.. আপনার কম্পিউটারের জয় হোক,, আমিও কাজ করছি এই যন্ত্র নিয়ে,,, শুভ কামনা সবসময়,,,

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫১

রাজসোহান বলেছেন: এখনও লড়ে যাচ্ছি ভাই। সমাজ বদলের স্বপ্ন এখনও পাল্টে গেলো না আমাদের :)

কিন্তু একগাদা দায়িত্বের মধ্যে চাপা পড়ে যায় এসব স্বপ্ন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: স্বপ্ন .............. রাজিউর ভাই ধন্যবাদ....

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর কবিতা পড়লাম।

অন্তরের ভাল লাগা রইলো ভাই।
সামুর ভাল লাগা দিতে পারলাম না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাজার বছর পর মনে হয় আসলেন .. ভালো তো লিখতে পারিনা তাই হয়তো আসনেনা,.. তবে তরকারীতে লবন কম হওয়াতেও চেখে দেখেছেন বলে অনেক ধন্যবাদ... শুভ কামনা সবসময়>....

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫

রাতুল_শাহ বলেছেন: ব্যস্ততার জ্যামে আটকা পড়েছিলাম ভাই।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জ্যাম থাকবেই,.. ট্রাফিক সিস্টেম আপাতত ভালো হয়েছে শুনে খুশি হলাম... শুভকামনা,,,,

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

বৃতি বলেছেন: আপনার লেখা আগে পড়ার সুযোগ হয়নি । অনেক ভালো লাগা থাকলো কবিতায় । শুভকামনা জানবেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ .. আমার এখানে স্বাগতম.... ভালো লেগেছে বলে ভালো লাগল....

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

রাহি বলেছেন: অনেকদিন পর! স্যালুট প্রথম কবিতাটার জন্য!।

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.