নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

ডাটাবেজ.....

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২২

ক্যামেরা ফল, অন, কাঠবোর্ড বেজে উঠল,

তারপর কি ভয়ংকর ডাটাবেজ এ্যকশান;

আমি মেকাপ মাখা হাতে আটকে আছি,

বৃষ্টি পরছে চুল ধরে, এঁকে বেঁকে কাদা মাটিতে

কস্টিউম শ্যাত শ্যাতে, আইভ্র বুঝি গলেই গেল।



অদুরে দাঁড়ায় ছায়া মুর্তি, গুলিয়ে ফেলে

বজ্রাঘাতে নিউমেরিক অংক দানার মতন।

কৈশরের সন্যাস যাপন প্রথম অবগাহন;তখন থেকে

জলস্নাত কীটের মত গুনেই যাচ্ছি গুনেই যাচ্ছি।

বলতে পার বর্জুয়াদের হাতে কত গুলো ঝর্না আছে?



তপ্ত মরু চিরে বৃষ্টি চুইয়ে পরে একটা দুটো,

তারপর গুটি গুটি করে উপস্থিত আর;

অতপর সুটি মেরে ঝুটি বেঁধে আসে তারা বাসে,

প্রগল্ভা নারীর মত ঝাপ দেয় কল্পিত শহরে ।



কি হবে কি হবে হবে কি শেষ দৃশ্যে,

কি ভয়ংকর এই সব কি বলছে গর্ধব?

বৃষ্টি বুঝি সেদিন এলোই অনেক বৃষ্টি,

পবিত্র হল বজ্জুয়ার নষ্ট পঁচা বেডসিট..............



.......................জাঙ্গুলী.........................



শরীর তখনো জেগেছিল, জেগেছিল তালতলায়,

দেবী তখনও প্রতিক্ষারত অন্ধকার বুঝি এই এল;

এই এল সন্ধ্যা মালতী বিদারিত পুজোর ফুলে,

পুজো সে তো মূর্তির কাছে আপেক্ষিক আয়োজন;

মগরুর রামচন্দ্র মচ্ছবে দিয়েছিল নিজের চোখ;

নজ্জুম নই তবুও দিতে চাই আজন্ম পাপবিদ্ধ জীবন,

দিতে চাই সেখানে যেখানে পতিতার মাটিও থাকে পবিত্র,

আমার অপবিত্র দেহে এখনও কিছু আছে পবিত্র কাশফুল;

ওহে শরৎ দেখে যাও ঝাউবনে আমার কর্মফল,

যেখানে আমি দেবীকে দেবী করে পুজো করেছি,

শহস্র নদীকে পবিত্র করেছি বার বার হাজার বার,

শুদ্ধির আড়ালে লেপ্টে দেইনি ব্যাবসায়ীক সম্পর্ক।

আমাকে নাও আমার প্রান নাও, ছিন্ন কর তোমার মন্দিরে,

একবার নয়, বছর বছর নয়, পুজিতে হবে তুমি প্রতি মুহুর্তে

আমাকে মৃত্যু দাও হে দেবী অথবা পুর্ণ কর পুন্য কর শেষ বার.....



..............অঘোরনাথের স্বর্ণলতা...........



সে গেছে সে গেছে জঠরে অস্টমীর পুত্র লাথ মারে

লাথমারে, অঘোরনাথ শোনে পশ্চিমা বাতাসে;

বাতাসে তখনও মদ আর স্বর্ণলতার গন্ধ আহা;

আহা সহদররা ঘুমিয়ে সংগোপিত পুজোর থালায়।



প্রেমতলাটা বিষাদ ম্যাচ বক্সে,

রাত প্রহরের গাঙে উজান ভাসে,

পেঁজা তুলোর মেঘে ভাসান দেয় অমাবশ্যায়

তখন দেখিনি বুঝেছি রঞ্জন জল উস্ন হল

উড়ে গেল তাদের কাছে যেখানে তাদের অধ্যায়।



চিলে কোঠার চোধারে ইটপাথরের রেলিঙ্গে,

আধো আধো অন্ধকারে অঘোরনাথ হিসেব খোঁজে;

সে হয়তো পুরুষ নয়, হয়তো পুরুষ নয়, হয়তো নয়;

পুরুষরা সব আষ্টেপৃষ্টে রুদ্ধ দ্রবে

হিসেব কসে চোরাবালির বসন্ত বাতাসে।

পুরুষ হলে সেও চাইতো নাকফুল রমনী,

ব্যাস্ত থাকতো কুমরো ফুলে সজনে ডাটায়,

রাতপ্রহরের পাশবালিশে আঁকতোনা স্বর্নলতার বিলবোর্ড ,

যদিও জানে সপ্তমীতে সে গেছে তার সাথে অনেক দূরে।









...অতপর ছায়া মুর্তি, দেবী, অঘোর নাথরা তাঁদের নিজস্ব গতিপথ খুঁজে নেয়...

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২

অদৃশ্য বলেছেন:





লিখা তিনটিই চমৎকার হয়েছে... খুব ভালো লেগেছে আমার... আর বেশ ক'দিন বাদে আপনাকে আবার দেখে খুশি হলাম...


শুভকামনা...

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.. আসলে কিছু অহেতুক ব্যস্ততার কারনে মাঝে মাঝে আমার ফোর হেড কাজ করেনা তাই দেরিতে আসি..তবে চোখ রাখি সবসময়.. শুভকামনা .. ভালো থাকবেন..

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কাছে ২য়টা বেশি ভাল্লাগছে। তয়টাও সুন্দর। তবে প্রথমটায় কি কারনে যেন কনসেন্ট্রেট করতে পারি নাই।

শুভেচ্ছা কবি।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়েছেন এতেই আমি খুশি.গুনি মানুষ পড়লে শান্তি লাগে.. শুভকামনা. আসছি আপনার ওখানে. যদিও আপনার ব্লগ পড়ি কিন্তু কমেন্ট হয়তো দেয়া হয়ে ওঠেনা ওই যে নির্যাতিত ফোর হেডের কারনে... শুভকামনা আপনার জন্য কবি...

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

বোকামন বলেছেন:
কৈশরের সন্যাস যাপন প্রথম অবগাহন;তখন থেকে
জলস্নাত কীটের মত গুনেই যাচ্ছি গুনেই যাচ্ছি।


অসাধারণ !
খুব ভালো লাগলো কবিতা ...

একসাথে তিনটি কবিতা পাঠ করা আমার পক্ষে সম্ভব নয়, তাতে দৃশ্য হারিয়ে ফেলতে পারি ।তাই বুকমার্কড করলুম । সময় করে দুটি কবিতা পড়বো :-)


ভালো থাকুন কবি
শুভেচ্ছা ।।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এবার থেকে ভাবছি একটা করে কবিতা পোষ্ট করব.. সত্যি তো.. কবিতা একসাথে সব পড়তে ভালো লাগেনা.. আমারও না.. ধন্যবাদ ...

৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

ভিয়েনাস বলেছেন: যেখানে আমি দেবীকে দেবী করে পুজো করেছি,
শহস্র নদীকে পবিত্র করেছি বার বার হাজার বার,
শুদ্ধির আড়ালে লেপ্টে দেইনি ব্যাবসায়ীক সম্পর্ক।


সব গুলোই সুন্দর হয়েছে।লেখা গুলো একটা একটা করে দিলে গুরুত্ব বেশি থাকতো।পড়ে আরাম পাওয়া যেত।

ভালো লাগলো।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম সত্যি.. আসলে একসাথে সব কবিতা পড়া আমারও খারাপ লাগে.. তবে পরের পোষ্টে একটা করেই হবে.. ধন্যবাদ.. আর খুবই দু্ঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য...

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ----
আমাকে মৃত্যু দাও হে দেবী অথবা পুর্ণ কর পুন্য কর শেষ বার.....


ভালো লাগছে

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মাসুম ভাই যে..................

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
শেষ টা বেশি সুন্দর।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম কবি...

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

শায়মা বলেছেন: কঠিন কাব্য মার মার কাট কাট পড়লাম ভাইয়া!:)

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শায়মা আপু যে..........

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর হাসান ভাই.. লিখতে পারিনা বলেনা একটু আসবেননা//... ধন্যবাদ..

৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ...

১০| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

একজন আরমান বলেছেন:
অনেকগুলি সুন্দর কবিতা :)

প্রথমটার কথাগুলি বেশি ভালো লেগেছে আমার কাছে। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আরমান ভাইয়ের হাসিটা জটিল..........

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহহাহাহ।

ইমো দেখেই জটিল বলে দিলেন?

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আরমান ভাই এমনিই বললাম...মুখে গম্ভিরতা নিয়ে আপনার প্রপিকটার ভিন্ন মাত্রা পেয়েছে... ধন্যবাদ..

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:
আজকে ঋতুপর্ণ ঘোষের 'আরেকটি প্রেমের গল্প' দেখেছি...মেকাপ-এর কথা পড়ে মনে পড়ে গেল ।

প্রতিটা কবিতাই খুব সুন্দর ।।

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ আপু....

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫

ইমিনা বলেছেন: অনেক অনেক সুন্দর। অসাধারন লিখেন আপনি। আমি তো একদম মুগ্ধ :) :)
শুভকামনা সব সময় ।।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক শুভকামনা.. এতদিন পর পোষ্টটা আবার দেখলাম আপনার জন্য্.. পড়েছেন আর মন্তব্যের জন্য ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.