নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
একদিন এক আমবশ্যায় রুদ্ধ হয়েছিল; সেদিন
আমাদের অন্তর্গত সত্তায় সহবাসের আনন্দ:
আমরা ভেসে ছিলাম গাঁয়ের জলে নিরাবলম্ব,
ভেসে ছিলাম তুড়ীয় লোকে, একটু একটু।
শিশির পরেছিল সেইদিন ,আমরা বিস্মৃত হয়ে ছিলাম।
সেদিন ছিল শুক্রবার ,মুয়াজ্জিন ঠিক ফজরের ওয়াক্তে
হুইশাল বাজিয়েছিল ,মন্দিরের দুপুরের কাটাটা ঠিক চলেছিল;
অনাথ আশ্রমের বালক অতলস্পর্শী ধর্মীয় পুস্তকে সেতার বাজিয়েছিল,
আর তুমি যুক্ত আমি অজুর পরে নামাজের কাতারে
মাথায় ছিল চন্দ্রমল্লিকার টোপর,তোমার কপালে সিঁদুর
আমাদের দুবার বাসর হয়েছিল,
দুবার কি রৌদ্রস্নাত সত্তার যুদ্ধ হয়?
দুবার অসীম গহনলোকে,
দুবার শ্রান্তগভীর পুস্পলোকে???
তবুও আমরাই করেছিলাম এ পোরা দেশে দুবার বাসর যাপন..
১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাইসুল ভাই কি বলিব ভেবে না পাই... কত্তদিন পর.. ধন্যবাদ..
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনাথ আশ্রমের বালক অতলস্পর্শী ধর্মীয় পুস্তকে সেতার বাজিয়েছিল
দারুণ!
আর তুমি যুক্ত আমি অজুর পরে নামাজের কাতারে
মাথায় ছিল চন্দ্রমল্লিকার টোপর,তোমার কপালে সিঁদুর
অনেক গভীর!
১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এক যে ছিল রাজকন্যা হাতির পিঠে চড়ে ,
সাত সমুদ্র পারি দিয়ে ফিরল তাহার ঘরে
ধন্যবাদ মাসুম ভাই...
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
হাসান মাহবুব বলেছেন: ধর্মকে কেন্দ্র ধরে ভালোবাসার ব্যাসার্ধ, নিখুঁত বৃত্ত।
১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই , অনেক ধন্যবাদ...হায়, ধর্ম যদি ভালোবাসায় পরিনত হত...!!!
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: সুন্দর!
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক...
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৫
সাগর রহমান বলেছেন: ভাল লেগেছে, কবি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক মতিউর ভাই...
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
বেলা শেষে বলেছেন: ....Long time way i was looking for you....today i hav find out you....
...i am very new....
...up to next time...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভাই কেনো আমারে খুজে বেড়াচ্ছেন বুঝলাম না... আমার ব্লগে আপনাকে সুস্বাগতম :০
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
আর তুমি যুক্ত আমি অজুর পরে নামাজের কাতারে
মাথায় ছিল চন্দ্রমল্লিকার টোপর,তোমার কপালে সিঁদুর
অনেক জটিল অর্থবহ। সুন্দর হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. প্রেম হোক পৃথিবীর সবকিছুর উর্ধে..
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অদ্ভূত সুন্দর।
ভালো লাগলো খুব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আরে দূর্জয় ভাই চারটা কবিতাই পড়েছেন!!! আপ্লুত হলাম..
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমারো ভালো লাগল.... ধন্যবাদ পড়ার জন্য... আমার কেমন জানি মনে হয় মানুষ শুধুই বলতে চায় , লিখতে চায়, পড়তে চায়না , শুনতেও চায়না..
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩
রাসেলহাসান বলেছেন: ঠিক বলেছেন। দিন দিন না পড়ার সংখ্যা বেড়েই চলেছে।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়ছি আর ভুলছি....... এই তো.....
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
হাবিব কবি বলেছেন: আর তুমি যুক্ত আমি অজুর পরে নামাজের কাতারে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেমন আছেন কবি?
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
রাইসুল নয়ন বলেছেন:
শুধুমাত্র চার/পাঁচ বারে এর অতলের কিঞ্চিতও পাবনা।।
প্রেম গভীর কাব্যে ভালোলাগা রইলো।।