নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

\'হেমন্তে জীবন্ত তুই আর আমি..\'

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭



তোকে বুঝিনা ,হেমন্ত বুঝি এসে গেল জানিসনা;
নতজানু মুখে চিতায় ভস্ম চন্দন কাঠ,
সহস্র শতকের হঠাৎ আসা সব লেফাফা;
একাকার অদৃশ্যে টাটকা শৈশব প্রেম।

বিশ্বাস কর মানুষ ভালোবাসে একবার;
একান্ত সময় শঙ্খচিল কিছুটা বিষাদ,
শত বছরের মদিরা আকন্ঠপান;
তোকে বুঝিনা, তুই বুঝিসনা,কেন বুঝিসনা?

উদভ্রান্ত উদরে ভেসে থাকা ভাঙ্গা ঝড়,
প্রবল ইচ্ছেরা আটকে থাকে নজরুলের মত,
কতবার সিমেট্রির বিষাদময় সকল মিলিয়ে;
তুই বুঝবিনা ভালোবাসা, হেমন্তে হলুদ শাড়ী।

আকাশ বুঝিনা, অস্তমিত সূর্য বুঝিনা,
সঙ্গম-নিয়ত দম্পতির যন্ত্রণা বুঝিনা,
ভালোবাসা বুঝিনা , ভাবনা বুঝিনা,
ঈশ্বর বুঝিনা , ধর্মীয় পুস্তক বুঝিনা।

হিসেব মিলাতে ভাঙ্গা ম্যাচ বক্সে
রুদ্রতার আকাশ প্রতিটা ধোঁয়ায়;
কার্বন, অক্সিজেনের বন্ধুতা ভালোবাসি,
তোকে বুঝিনা,তুই বুঝিসনা,কেন বুঝিসনা।






অতঃপর একদিন তোকে বুঝবো, তুই বুঝবি, প্রেমের উত্থান হয়তো এভাবেই হয়....


আলমা রোড, এনফিল্ড,ব্রিটেন
হেমন্ত, ১ ফাল্গুন , ১৪২০ বাংলা

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.. এমনিই লিখা লিখা..........

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

একজন আরমান বলেছেন:
শেষ দিকটা বেশি ভালো লেগেছে তুহিন ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: bujlam na....... bangla kemne english hoy..............thank you arman vai.. likhar chesta kore jaitechi..

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

তারছেড়া লিমন বলেছেন: উদভ্রান্ত উদরে ভেসে থাকা ভাঙ্গা ঝড়,
প্রবল ইচ্ছেরা আটকে থাকে নজরুলের মত,
এই লাইনটা অসম্ভব ভাললাগলো............++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.. শুভকামনা........

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগলো । কবিতার হেমন্তের ছোঁয়া ছবিতেও লেগে আছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম ছবিটাতে একটা প্রান আছে.. গুগল থেকে নেয়া.. ধন্যবাদ মামুন ভাই..

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম...

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

রাইসুল নয়ন বলেছেন:

তোকে বুঝিনা,তুই বুঝিসনা,কেন বুঝিসনা।




ভর দুপুরে খুন হলাম, এই লাইনের ফাঁসি চাই কবি।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রেমে যদি রক্ত না থাকে , হত্যা হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেটা প্রেম কিসের.............. অনেক ধন্যবাদ. শুভকামনা রাইসুল ভাই..

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

সাদা মনের মানুষ বলেছেন:
বসন্তে হেমন্তের ছোয়া, ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রেম হোক জাগ্রত সাদা মনের মানুষের হৃদয়ে....

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা কবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সায়েম ভাই,,, শুভকামনা......

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ..........

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

মায়াবী ছায়া বলেছেন: অতপর একদিন তোকে বুঝবো, তুই বুঝবি, প্রেমের উত্থান হয়তো এভাবেই হয়....
,,,,,,,,,, সুন্দর।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম এভাবেই হয়তো হয়...........ধন্যবাদ..

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই শু্ধুই ++ দিলে হাসান ভাইয়ের মন্তব্যটা কেমন জানি লাগে..

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

বেলা শেষে বলেছেন: ....very beautiful Poem...
..শহস্র শতকের হঠাৎ আসা সব লেফাফা;
একাকার অদৃশ্যে টাটকা শৈশব প্রেম।
hey Brother i feel very much টাটকা শৈশব প্রেম।
please give me more some flowers,,,& more some for you:
For বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর:

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আচ্ছা দেব আরো অনেক ফুল.. সমস্যা ইললা..........অাপ্লুত ,,,,, ধন্যবাদ আপনাকে.....

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: অবোধ্য করাটাই কি ভাব প্রকাশের বাহন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম মাঝে মাঝে অবশ্যই তাই......................

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

অদৃশ্য বলেছেন:





বেশ ভালো লাগলো লিখাটি...


শুভকামনা...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য................

১৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

আমি বাংলাদেশের বলেছেন: লিখাটি একদম বাজে হল

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ....................তারপরও এ ব্লগে এসছেন. ... অনেক শুভ কামনা...

১৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩

অপ্রচলিত বলেছেন: কিছুটা এলোমেলো লেখনী, তারপরও বেশ লাগলো। +++
শুভ ব্লগিং এর একরাশ শুভেচ্ছা জানবেন।

১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এলোমেলোতেই আছি.........অনেক ধন্যবাদ..

১৭| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

বেলা শেষে বলেছেন: ...asking & requesting for new writing....

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চেষ্টা করছি নতুন লিখা দেয়ার... অনেক ধন্যবাদ..

১৮| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: একরাশ মুগ্ধতা।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ..........অনেক দিন পর এলেন........

১৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

অস্পিসাস প্রেইস বলেছেন: অতপর একদিন তোকে বুঝবো, তুই বুঝবি, প্রেমের উত্থান হয়তো এভাবেই হয়....

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ............অনেকদিন পর.......

২০| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

বটবৃক্ষ~ বলেছেন:


অসাধারণ!!

মুগ্ধপাঠ!!

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ ...............শুভকামনা........

২১| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৪

এহসান সাবির বলেছেন: অনেক সুন্দর কবিতা।

ভালোলাগা।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

ইমিনা বলেছেন: অতপর একদিন তোকে বুঝবো, তুই বুঝবি, প্রেমের উত্থান হয়তো এভাবেই হয়...
...
অনেক ভালো লাগলো।
শুভ কামনা রইল।।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এভাবেই শুরু হয়ে যায়..... পড়ার জন্য ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.