নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

সুখময়: [Baby breathes, cries with bullet injury]

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯


সর্পিল জগতের সুখানুভুতি মোড়কের পর মোড়ক,
চারদিকে রাজনীতি আজন্ম কক্ষ কাল,
ভাতে রাজনীতি, সংকল্পে রাজনীতি,
তোমাতে আমাতে কিংবা তাহাতে,
তাসের পাতে অথবা গদ্য পড়া ডেস্কে;
প্রেমিক দিনমান পলকহীন রাজনীতি অন্ত:সত্ত্বায়।

ভালোবাসা বড় হয় যখন অনাদিকাল;
রুক্ষ হাইড্রোজেনে পরস্পর কি নিষ্কাশন;
বান্ধব এই সমাজ পরকালের আস্ফালন,
যাদুকরী মন্ত্র অথবা অনাহুত ভবিষ্যৎ।


চেতনায় আজ বাসা বাঁধে শুদ্ধ নিঃশ্বাস,
অবিশ্বাস অথবা তার রুদ্র মল্লিকায়;
এতদিনকার রেল গাড়ী দঙ্গল প্রণয়,
পবিত্র হয় অাহত প্রেম সৈনিক যন্ত্রময়।

রাজনীতি আর পাশা খেলায় কৈ ওমর খৈয়াম,
রাজনীতি আর পাশা খেলায় কৈ আর লখিন্দর,
আর একটু গম গমে দিনের শুরু দু তিন টাকায়,
আর একবার দরকার কুটহীন সময় একটু সুখময়।



গোরস্থানের গলি, পূর্ব রাজাবাজার, ঢাকা।
৮/১১/২০১৫ ক্লান্ত রাত: ১২:৫৩

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: জাঝা।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবি জারী। ধন্যবাদ দাদা জাঝার জন্য।

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: কবিতা খুব খুব সুন্দর!


কিন্তু ছবিটা খুবই কষ্টের ভাইয়া।:(

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম ছবি আর ঘটনা নির্মম। অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: অপুর্ব কবিতা তুহিন

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপু, অনেক দিন পর এলেন।....... ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬

সাজিদ উল হক আবির বলেছেন: কুটিল- সর্পিল সাউথ এশিয়ান রাজনীতির চিত্র কবিতায় ফুটে উঠেছে দারুণ নির্মম ভাবে।
(লিখেছেন বাংলাদেশের প্রেক্ষাপটেই , কিন্তু সাউথ এশিয়ান বললাম - কারণ আমাদের এ অঞ্চলে রাজনৈতিক সহিংসতা একটা নির্দিষ্ট প্যাটার্নে আবর্তিত হয়।)
শুভেচ্ছা লেখালিখির প্রয়াসে।

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাজনৈতিক সহিংসতা একটা নির্দিষ্ট প্যাটার্নে আবর্তিত হয়... ঘটনা সত্য। বাংলাদেশের রাজনীতির বিবর্তন হয়তো একদিন সম্ভব হবে।
ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা সবসময়।

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ফিনিক্স হয়ে জ্বলে উঁঠুক বুলেটবিদ্ধ কন্যারা ৷ এক সময় বিপ্রতীপ হয়ে নপুংশক আমাদেরই দিকে আসবেই তারা ৷

উপলব্দি পাঠ ৷

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: শুকরিয়া, বাচ্চাটা বেঁচে আছে।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম বেঁচেই তো আছে। আহা বেচারা মরে নাই!!!!!!!!!!!!!.. শুভকামনা সাবির ভাই.. দেখে ভালো লাগল.........

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় প্লাস। অনেক শুভকামনা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.