| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
সান্ধ্য ঘণ্টায় এখনো চুমুর গন্ধ,
বিপাকীয় ক্রিয়ায় যদিও প্রস্তুতির মূল্য ওভার ড্রাফট;
ডেবিট কার্ডের আফিমে অবৈতনিক শীতল দীর্ঘশ্বাস,
পেশাদার অন্ধ সম্পর্ক সময় উজান নীলকণ্ঠ জলদাস।
জীবন ভাসে নদীর মতন, পাখির মতন,
সুর আর কলিজায় স্নাত রাত, সোমরস টনটন,
চোখে ভাসমান বহু-দঙ্গল, আক্কেল গুড়ুম অপরিপক্ব;
লুপ্ত শহর শাহবাগ পোড়ামুখী শ্লোক জিন্দাবাদ 
নিঝুম অবাক উসখুস পুচ্ছ, হাড়কালি নির্বাক ।
বাজে বাজে সেঁতার বাজে জলতরঙ্গ হাহাকার,
শব্দ হোক শব্দ আজন্ম শব্দ, ব্যর্থ সুর নির্বিকার,
শ্বাপদ জন গোষ্ঠীতে প্রেম হল ধ্যান;
কখন যে উচ্ছলে পরে বিষাক্রান্ত বর্তমান!
একে একে শুষে স্থাবর অস্থাবর ভবিষ্যৎ,
সন্ধানের পর সন্ধান, গভীর থেকে গভীরে,
হাতড়ায় শরীর হাতড়ায় আবক্ষ আর্তনাদ,
জমিনে তখন লাল শাড়ি 
ওড়ে ওড়ে ভাঁজে ভাঁজে। 
শাহবাগে এখনো রতি, আঁকিবুঁকি,
বহেড়ার আগুনে নাছোড়বান্দা আগাছা,
সাত সমুদ্রের এই অহি-সংগিন অন্তর্জল হিংসা,
জ্বরের আরামে অদৃশ্য প্রেম জলাতঙ্ক জিঘাংসা।
তবু আজ ভিজতে ইচ্ছে করছে তনুশ্রী,
তবুও আজ ভেজাতে ইচ্ছে করছে আলাপী,
তবুও আজ অনামিকা সেক্সোফোনে ক্রমাগত,
তবুও আজ ভালবাসায় শাহবাগ, একান্ত ব্যক্তিগত .. 
___________________________________________
অতঃপর: ভালবাসার আকালে শাহবাগে, সেক্সোফোন আর বাজেনা। 
ছবি: media.salon.com
পূর্ব রাজাবাজার, কবরস্থানের অলিগলি,
রাত জাগা ২:১০. আট নয় দুই হাজার পনের।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ... শুভকামনা।
২| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৮:৪৮
এম. আরাফাত মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম !!! যতটুকু লিখতে পারি আর-কি। ভালো থাকুন নিরন্তর।
৩| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:৫৫
সুমন কর বলেছেন: মনে হয়, বেশ সময় নিয়ে লেখা হয়েছে কবিতাটি।
অনেক সুন্দর হয়েছে।
৩য় ভালো লাগা রইলো।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সময়টা মনে হয় বেশি নিইনি। তবে চেষ্টা করেছি।..... ধন্যবাদ সুমন দা।... শুভকামনা সবসময়।
৪| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনার মন্তব্য অনেক মূল্যবান আমার জন্য হাসান ভাই।
৫| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:০২
মোস্তফা মহসীন বলেছেন: খারাপ না তবে সেক্সফোন না লিখলেই ভালো হত বোধহয়।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:১৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সেক্সোফোন একটা বাদ্য যন্ত্র। সেক্সফোন না। আমি শাহবাগের অনেক সুর দেখার চেষ্টা করেছি। তাই রূপক অর্থে বাদ্যযন্ত্রটির নাম ব্যাবহার করেছি।.
৬| 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার ![]()
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  ভোর ৪:৩৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আরেকবার।
৭| 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  ভোর ৪:৩৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বহুদিন পর দেখছি আপনাকে। আসছি আপনার ওখানে।
৮| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৫৮
রেজওয়ান তানিম  বলেছেন: আহ শাহবাগ, 
খুব মিস করছি। দুই বছর হয়ে গেল প্রায়
কবিতা বেশ অনেক দিক ছোঁয়ার চেষ্টা করেছে দেখে ভালো লাগল
শুভকামনা জানবেন
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  ভোর ৪:৩৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভেতর থেকে ভেতরে। শুভকামনা।
৯| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ২:৫৩
জুন বলেছেন: জীবন ভাসে নদীর মতন, পাখির মতন,   
সুন্দর কবিতায় এক অন্যরকম মাধুর্য্য তুহিন 
+
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১০:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু ....
১০| 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:২১
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!![]()
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামানা আপু।
১১| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:১৪
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা। 
 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়েছেন!!!!! আনন্দিত হলাম। আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ..
১২| 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: ![]()
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সহজ হাসি সব সময় সুন্দর। ![]()
১৩| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৪
এহসান সাবির বলেছেন: চোখে ভাসমান ভূ-দঙ্গল, আক্কেল গুডুম অপরিপক্ক;
লুপ্ত শহর শাহবাগ পোড়ামুখী শ্লোক জিন্দাবাদ
নিঝুম অবাক উসখুশ পুচ্ছ, হাড়কালা নির্বাক 
ভালো লাগা।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:৫৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক শুভকামনা।ধন্যবাদ.
১৪| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:৫৯
পরী আন্টি বলেছেন: ভালো লাগা ভাইয়ামনি। ![]()
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্য হলাম আপামনি। ঈদ'র শুভেচ্ছা।
১৫| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঈদের শুভেচ্ছা..............
১৬| 
০১ লা অক্টোবর, ২০১৫  রাত ১২:২৩
জসিম বলেছেন: 
সুন্দর লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর. 
ঠিকানাটা দেশের বাইরে হবে ভেবেছিলাম. যাই হোক.
ধন্যবাদ. ভালো থাকুন.
 
০৮ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:২৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.... দেশের বাইরে থাকার কথা ছিল। আবার হয়তো ঠিকানাটা পরদেশে হবে। আপাতত দেশটাকে দেখি।....... অনেক দিন পর.. আশাকরি ভালো আছেন।
১৭| 
০৪ ঠা অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫০
নেক্সাস বলেছেন: তবু আজ ভিজতে ইচ্ছে করছে তনুশ্রী,
তবুও আজ ভেজাতে ইচ্ছে করছে আলাপি,
তবুও আজ অনামিকা সেক্সোফোনে ক্রমাগত,
তবুও আজ ভালবাসায় শাহবাগ, একান্ত ব্যক্তিগত ..
 
০৮ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৫:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। আবার আসবেন। ![]()
১৮| 
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:১৬
বাংলার ফেসবুক বলেছেন: কোটিবার একমত।
 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:০৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমিও একমত। ধন্যবাদ।
১৯| 
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:০৪
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সারা বছর ভালো কাটুক সাবির সাহেব।!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৮:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কাব্য ।