| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

জন্ম এক মহাবিজয়ের নাম;
শাসনতন্ত্রের যাতাকলে অবিস্ফোরণ রাতকুহক,
ধূপকাঠির গন্ধে একাকার মৃত আস্ফালন,
আমারও একাকি হাঁটতে ইচ্ছে করে অবাক জোৎস্নায়।
তবুও নিভু নিভু মোমের আবদারে মানব-যন্ত্র,
অহেতুক ভাবনায় আলোছায়ার কৃত্রিম আগন্তুক,
নববর্ষ কাছে টানে, আনে বাগানে চার দেয়ালে —
তটস্থ শৈশব, অহেতুক যাতনা কার কাছে?
ওরা বলে আমি লিখতে জানি না যোনিতে,
ওরা বলে দামামার পাগলা ঘোড়া আসে না শরীরে,
ওরা বলে — "হাট্টিমা টিমটিম আর হয় না, আর হয় না",
কত দূর নক্ষত্রের ভেসে হঠাৎ ভাসমান আমার কামনা।
রাজার গৃহে ফাগুন বহে — আমাদের কার কী?
রাজার গৃহে ফানুস ওড়ে — আমার আবার কী?
আমি তো আর মারি-কাটি, মাড়াই কি আর শাড়ি?
ওরা মারে, আর আমি বুঝি — বোকা শালা পৃথিবী।
কবর স্থানের গলি, পূর্ব রাজাবাজার। ৩রা জানুয়ারী ২০১৬। প্রথম কবিতা। 
ছবি: @philosophy_muse
 
০৬ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৩৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বলেছেন: ধন্যবাদ সহ শুভ কামনা নতুন বছরেরব।
২| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩০
সুমন কর বলেছেন: * কবর স্থানের গলি, পূর্ব রাজাবাজার। --এখানে আপনি আরো একটি কবিতা লিখেছিলেন !!
কেমন আছেন? 
ভালো হয়েছে। +।
 
০৬ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৩৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম....... এখান থেকেই। ভালো আছি হয়তো।........ আশা করি আপনিও ভালো আছেন। নতুন বছর আনন্দময় হোক।
৩| 
০৬ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৪০
অন্ধবিন্দু বলেছেন: 
রাজার গৃহে ফাগুন বহে আমাদের কার কি,
রাজর গৃহে ফানুস ওড়ে আমার আবার কি, 
হা! অভিমানটা ঠিক জায়গাতেই পড়েছে। কিন্তু রাজারা কি আর আমাদের কথা শোনেন। তারা ভাবেন, আমাদের সব আস্ফালন বোকা ও অহেতুক ...
 
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম আমদের আর কি? শুভকামনা।
৪| 
০৯ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১০:১১
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
তবু আমরা বোকা, আমজনতা ৷স্মৃতি নিয়ে বেঁচে থাকা ৷স্বপ্ন জিয়ে থাকুক ৷
 
০৯ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: স্বপ্ন হবে সত্যি একদিন।.........
৫| 
১১ ই জানুয়ারি, ২০১৬  ভোর ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর ফিরলেন ঝাঁঝালো কবিতা নিয়ে। কেমন আছেন?
 
১২ ই জানুয়ারি, ২০১৬  রাত ৯:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই, চলছে গাড়ী ঠুকে ঠুকে। এই তো।... আপনার কমেন্ট দেখলেই কেমন জানি জানি শান্তি শান্তি লাগে। ধন্যবাদ। আশাকরি আপনি ভালো আছেন।
৬| 
১৪ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৯
কাবিল বলেছেন: 
তবুও নিভু নিভু মোমের আবদারে মানব যন্ত্র,
অহেতুক ভাবনায় আলোছায়ার কৃত্রিম আগুন্তুক, 
ভাল লাগা রইল।
 
১৪ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা ..... নতুন বছর আনন্দময় হোক।
৭| 
১৪ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:২০
লালপরী বলেছেন: ++++্
 
১৪ ই জানুয়ারি, ২০১৬  রাত ১১:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ।
৮| 
২১ শে জানুয়ারি, ২০১৬  ভোর ৪:৪৬
রেজওয়ান তানিম  বলেছেন: ভালো লাগল কবিতা
 
২১ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসংখ্য ধন্যবাদ তানিম। শুভ কামনা সবসময়।
৯| 
২২ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ২:২১
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগা।
আপনার কাছে থেকে আরো কিছু পোস্ট আশা করতেই পারি....
শুভেচ্ছা।
 
২৪ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম সাবির .....করতেই পারেন আশা। কেন জানি পোষ্ট করা হয়ে ওঠেনা।.....তবে পোস্ট দেয়া শুরু করবো আবার..... শুভ কামনা ।
১০| 
২৫ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
চাঁদগাজী বলেছেন: 
সরল বক্তব্যকে এত কঠিন ভাষায় প্রকাশ করলে, আমাদের অবস্হা কি হবে?
 
২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সরলটাই যে কঠিন। ধন্যবাদ।
১১| 
২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: 
রাজার গৃহে ফাগুন বহে আমাদের কার কি,
রাজর গৃহে ফানুস ওড়ে আমার আবার কি,
ঠিকতো, তাতে আমাদের কার কি।ভালো লাগল কবিতা
 
২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম আমাদের আবার কি । শুভকামনা রুদ্র।
১২| 
২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর  , 
শালার এই বোকা  পৃথিবীতে জন্মই এক মহাবিজয়ের নাম । এখানে চতুরতার পাশে তটস্থ শৈশব নিয়ে হেটে যেতে হয় জন্মের শেষ অবধি । 
 
২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গোলমেলে সব প্রায়। আমার ব্লগে স্বাগতম আবারও।
১৩| 
২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: +
আমারও একাকি হাটতে ইচ্ছে করে অবাক জোসনায়। 
এটা আমার একটা ইচ্ছে। একবার হেটেছিলাম। শহুরে ইটের ভীড়ে আনন্দ পাই নি। সাথে ফ্রেন্ডস থাকায় একাকিত্বের মজাও পাই নি। আর একবার হাটতে চাই শহর থেকে দূরে।
 
২৬ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একা হাটায় আনন্দ আছে মাঝে মাঝে।শুভ দুপুর!!!!!!!!!!
১৪| 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:২৪
ইমরাজ কবির মুন বলেছেন: 
baah! besh bhaLo Lagse.
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। আশা করি ভালো আছেন।
১৫| 
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারণ।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক শুভকামনা। অনেক দিন পর মনে হয়।
১৬| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:১৪
এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দেরিতে হলেও শুভেচ্ছা............... একুশে কেমন কাটল?
১৭| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: দারুন, অসাম।
+++++++++
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ রয়। আসবো ওদিকে।
১৮| 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর !
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা।
১৯| 
০৬ ই মার্চ, ২০১৬  বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিচ্ছেন না কেন?
 
০৮ ই মার্চ, ২০১৬  দুপুর ১:৩৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দিব দিব করে দেয়া হচ্ছে না। দিব দেখি আজ।
২০| 
০৯ ই মার্চ, ২০১৬  রাত ১০:০৮
আমিই মিসির আলী বলেছেন: 
রাজার গৃহে ফাগুন বহে আমাদের কার কি,
রাজর গৃহে ফানুস ওড়ে আমার আবার কি,
আমিতো আর মারি কাটি, মাড়াই কি আর শাড়ী,
ওরা মারে, আর আমি বুঝি, বোকা শালা পৃথিবী
বাহ্।
ভালো লাগলো আপনার কবিতা।
+
 
১২ ই মার্চ, ২০১৬  রাত ১১:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর। শুভকামনা..
২১| 
২৭ শে মে, ২০১৮  রাত ১২:০৮
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারণ +++++