নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

সাঁওতাল মন্দিরা

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫১


অনাকাঙ্ক্ষিত আবিষ্কার উচ্ছলে পড়া ঢেউ,
রুদ্র মাল্যের সহজাত পাতাল আর ভগবান,
শতাব্দীর অনাদরে পঁচে যাওয়া ষ্টেশন;
স্থবির উপর হয় চলে যায় আদরটা অনভ্যাস।

সুচতুর রাত্রি বাসের সেই বাদাম খানি,
ঢেউ ওঠে অথৈই সুখ, ঘুম সাফল্য,
দখিনা বাতাসে হলকা ওড়ে ফানুস,
একটি ঘাগরা মিথেন আর অলস ফুলকি।

শ্বাস মূলে মৃগাঙ্কে অনৈতিক আরাধ্য,
কাছা কাছি এলো চুল বাস-বাগান গন্ধ কুল,
খুরে খুরে অদূরে, চোষে রক্ত ,চোষে মন;
চিবানো প্রেমঅাকাঙ্খা সংকল্প মহিলা।

মহলে আকারে স্নানের যুগে ঝলসে চালশে,
মিঠে পানির হাহাকারে বোতল ভরা গ্যাস,
রিদমিক বুক, পারকিউশন শরীর, বুকে জঙ্ঘায়;
অদ্ভুত সময় ব্যাইশালয়, খন্দের খট খটে যুবক।

কতটা হাতড়ালে মুতরা জেগে ওঠে;
রিড কিংবা স্ট্রিং ,সাঁওতাল মন্দিরা, দড়ি, তাগা;
পাচনে একশ আটটি গন্ধ কই,
আজকাল পঞ্চাশে হয়ে যায় ভাবিত নই।



মধ্যরাত ২:১০ কবর স্থানের গলি।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: খুব বেশি বুঝিনি !! তবে পড়তে ভালো লাগল।
+।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনাকাঙ্ক্ষিত আবিষ্কার।পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫০

গোফরান চ.বি বলেছেন: শ্বাস মূলে মৃগাঙ্কে অনৈতিক আরাধ্য,
কাছা কাছি এলো চুল বাস-বাগান গন্ধ কুল,
খুরে খুরে অদূরে, চোষে রক্ত ,চোষে মন;
চিবানো প্রেমঅাকাঙ্খা সংকল্প মহিলা।

+

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রেম.মন, আরাধ্য। ধন্যবাদ। শুভকামনা ..

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতাটি ।
সুচতুর রাত্রি বাসের সেই বাদাম খানি,
ঢেউ ওঠে অথৈই সুখ, ঘুম সাফল্য,
দখিনা বাতাসে হলকা ওড়ে ফানুস,
একটি ঘাগরা মিথেন আর অলস ফুলকি।


অনেক দিন আগে গিয়েছিলাম
সাওতাল পল্লীতে দেখেছি সেখানে
সাওতাল মন্দিরা নৃত্যের তালে

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন আগে আমিও গিয়েছিলাম। ধন্যবাদ। ঈদ নিশ্চই ভালো কেটেছে। শুভ কামনা ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

অদৃশ্য বলেছেন:


পড়ে গেলাম...

শুভকামনা...

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর। ধন্যবাদ। আসছি।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.