নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
চৈতন্য নেমন্তন্ন ধুলোর উদার গর্ভে
দন্ত্য-ন মূর্ধন্য মরছে বেটা স্বর্গে
শব্দ জব্দ স্তব্ধ নত ক্ষত উড়াল মন
যন্ত্র মন্ত্র জীবন তন্ত্র বদ্ধ সে জন।
আগুন থেকে শান্ত নদী অশান্ত বালুচর
উদার সবাই মত্ত একাই একান্ত মন্থর
শুদ্ধ হয়ে পূর্ব হতে সূর্য গ্রাসে রাত
খেলা খেলা ছলাকলা স্তব্ধ শব্দ বাজ।
ভোলাবে সেই বেলা-শেষে দ্রোপদী চঞ্চল
নয়টি গ্রহ হাতের লেখন কোথায় ঝলমল
আনন্দ নাও হাসি নাও মেখে নাও সব
শান্তি দিন শান্ত দিন ভ্রান্ত যে রাজ পথ।
শিষ বাজে বাঁশি বাজে ফাটা কেষ্ট ওই
ঢোল কাঁদে বাঁশর কাঁদে নষ্টা বেটা কই
যাচ্ছি খাচ্ছি নাচছি ধাচ্ছি স্বেচ্ছায় আমি শিশু
ঘুরছি উড়ছি ভাসছি মরছি রক্ষা কর যিশু।
রাত পেরোনো চন্দ্রমুখী দেবতা চারপাশ
ধুপ জ্বালানো মোম গলানো বিষ গোগ্রাস
ভ্রান্ত শ্রান্ত ক্লান্ত ছন্দ মন্দ শুধু মিছে মিছি
নড়বড়ে ঘর গড়ে লোকে বলে বেটা ছি ছি
......................................আহা ভিশন বিচ্ছিরি
অতপর: আসবে হয়তো সব চৈতন্য সবার আবার একসাথে,.... হয়তো!
কবর স্থানের গলি।মধ্যরাত-চন্দ্র অন্ধ ৯/৩০/১৬
২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:০১
ফারিহা নোভা বলেছেন: বেশ ভাল তো।