| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
জানেন-তো..
নীল শিখা আঁকড়ে, মানুষটি হাঁটছে ছায়া পথ ধরে
সাথে পারায় অন্যের শিলা, অন্যের প্রকৃতি, অন্য মানুষ
মানুষটার ছাপোষা চেহারা, পরনে হাওয়াই মিঠাই শার্ট;
ববলিন বেরনো বোতাম ,নাছোড়বান্দা আরাম চোখ, মন্দ নয়।
 আমি হাঁকি..
আনত আশীর্বাদ সূর্য দিঘল বাড়ী বিসর্জিত, যাচ্ছ কোথায় হে মানুষ?
উত্তরের আবহে ,
ইচ্ছে কুসুম সুন্দর, প্রতীক্ষা শূন্য থেকে শুরু,
অবিশ্বাস আয়াসে মন অন্দরে যত দূর ঘুরে আসি;
একটি প্রদীপ নিভো জ্বলছে, আচ্ছা নি:শ্বাস কি করে চলছে?
বিটের পরে বিট, তালের পরে তাল, দাদরা,ত্রিতাল কিংবা তেওরা...
আমি বললাম -
জলের পরে শরীর, শরীর ভর্তি দম আবার প্রবহমান নদী,
নদের আর নদীর পার্থক্য কোথায়; ওহে অর্বাচীন প্রান্ত থেকে শুরু কর আবার।
সেই শূন্য অথচ বাস্তবতা হলুদ ভাসে, থাকে মৃণ্ময়ী তপস্যা, শিহরনের পর গায়ে কাটা
অবাক ব্যর্থতা আবার জেগে ওঠা, সমুদ্র থেকে তেপান্তর অথবা স্নায়ুবিক যোদ্ধা ,
পত্রিকা আজকাল আর পড়া হয়না।
মানুষটির অবাক উত্তর:
পথ থেকে পথে, রাতের পর রাত, দিন ,দুপুর, গোধূলি ছায়া বিলীন
শব্দ হারায়, অর্থ হারায় ,বাক্য কোথায়, যেথায় হেথায় এখানে ওখানে ধুলাময়।
আচ্ছা গল্প কোথা পাই, শহর,রাস্তা, ল্যাম্প পোষ্ট, নর্দমা, গুলশান থেকে যাত্রাবাড়ী
জানেন, খুঁজছি,তাই চললাম সীমান্ত থেকে সীমান্তে,গ্রাম থেকে দিগন্তে,  
অতঃপর:
টেলিফোনটা বাজে অন্যরকম বাজে খুঁজতে খুঁজতে অসহায় 
আসল আবার বাঁচার সন্তরণ মাথা ওঠে পা ওঠে বুকও চেতিয়ে ওঠে
চোখ চোয়াল নাক কণ্ঠস্বর সব সবই আবার আসে, হাসে, হাসায় 
মানুষটা বাতাস ছাড়ে, কার্বনডাইঅক্সাইড খাবলে খায় পথ রাজ পথ। 
বৃষ্টি ভেজা মধ্যরাত: ২:৫ ,৪/১০/১৬, কবর স্থানের গলি।
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। ভালো থাকুন অনেক।
২| 
০৫ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: গোছানো লেখা।
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ।
৩| 
০৫ ই অক্টোবর, ২০১৬  রাত ৯:৩১
সুমন কর বলেছেন: সুন্দর।
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আসছি।
৪| 
০৫ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর  , 
পথের খোঁজে নেমে  সব ছাপিয়ে  বুক চেতিয়ে ওঠা প্রশ্নটি এই -- যাচ্ছ কোথায় হে মানুষ?
+
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। বিলম্বের কারণে দু:খিত।
৫| 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ৮:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। বিলম্বের কারণে দু:খিত।
৬| 
২৩ শে অক্টোবর, ২০১৬  ভোর ৪:৩৫
আমি মাধবীলতা বলেছেন: খুব সুন্দর !
 
০৭ ই নভেম্বর, ২০১৬  রাত ১২:৩৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ। বিলম্বের কারণে দু:খিত।
৭| 
০৫ ই ডিসেম্বর, ২০১৬  বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: আপনার লেখাগুলো এত সুন্দর হয়! এত ভাল লাগে!!
নতুন পোস্ট দিন।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৬  রাত ২:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। দিব অবশ্যই।
৮| 
১১ ই ডিসেম্বর, ২০১৬  ভোর ৫:১৩
ডঃ এম এ আলী বলেছেন: বেশ অর্থবহ কবিতা , একটু কঠিন হলেও কিছুটা বুঝে নেয়া যায় । 
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।
৯| 
২১ শে ডিসেম্বর, ২০১৬  বিকাল ৪:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: কাব্যিক কথামালায় ভালো লাগা! 
আপনার নিক নামটা দেখে আপনার বন্ধু তুহিনকে দেখতে ইচ্ছে হচ্ছে!
 
১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ১:২০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সাধু............ সাধু...... চলে আসেন তাহলে ... দেখা হয়ে যাবে.....নাটক ও দেখেন.......
১৬ অক্টোবর - বিবাদী সারগাম
"প্রাঙ্গণেমোর নাট্যসপ্তাহ-২০১৭"
৭দিনে প্রাঙ্গণেমোর এর ৭টি নাটক 
স্থান- সংগীত ও নৃত্যকলা ভবন অডিটোরিয়াম
১০| 
০১ লা মার্চ, ২০১৭  রাত ৮:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: শূন্যতার তরলিত কথোপকথনে জলের অভি-সন্তাপ ।
১১| 
২৪ শে এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:১৭
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো...
শুভকামনা...