নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার শার্ট

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০


দেবালয় থেকে অপাংক্তেয় দুই মানব
কথা না রাখার দেবী বিসর্জনে আনমনা
আমি সান্ধ্য কালীন রঙ্গিন নেশার কথা বলছি
অস্পষ্ট আর্তনাদ বলতে থাকে সপ্তম মন্ত্রণা

হারানো হিয়ার মাঝে পরিতৃপ্ত রবীন্দ্রনাথ
শহরের লালায় ওভারব্রিজ, কাওরান বাজার যৌনতা
অসংখ্যবার পরাজিত সৈনিকের মত আক্রান্ত
দেয়াল গ্রীজ লোহ কণিকায় এ-কার আহ্বান

হৃদয় ময়লা অনেক আছে ঢের আছে
আজো ধুলোমাখা বছর পুরানো জুতো
ল্যাতপ্যাতে শার্ট আর হাঁটুতে চিহ্ন অন্ধতা
আর পারিনা তালবাহানা সুডুকু জীবন বছর পার

বুকের ভেতরে আর শহরের ভেতরে তফাৎ তেমন নয়
বুকের ভেতর আঁকতে আঁকতে গ্রাম থেকে শহর হল
শহর পেরিয়ে কোলাহল আতংক গ্রাস প্রতারক অভিশাপ
অবর্ণনীয় কল্পনায় তাকে বলেছিলাম ক্ষমা চাইগো

সাইরেন মাখা স্বপ্নালু চোখে কথার পালে কোথা যায় অজানা
অনেকে বলে শীতে নাকি আসে প্রাচুর্য আর বর্ষাকালে ঘ্রাণ
আমি শুধলাম তবে গ্রীষ্মে হয় কি তাহলে ,অন্য ঋতু বাদ দিলাম
ও হে কি যেন বলছিলাম আকাশের আভরণ সভ্যতার শার্ট ফ্লাই ওভার
এ দিকে তরুণী পাখির পোশাক আকাশ উড়াল স্বভাব রাখঢাক...



দুইটা বাজে কবরস্থানের গলিতে। ফার্মগেট এখন কোলাহল মুক্ত। ক্লান্ত ০১/০১/২০১৭। শুভ নববর্ষ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.