নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
অমলদার চোয়াল কেটে গেছে ৮৮'র বারুদে
জ্যাঠামশাইয়ের চওড়া পিঠে শিশুটির ছবি আঁকা
লিচু গাছটার ঠায় দাড়িয়ে ছোট ছোট শৈশব ফল
আর উঠোনে হামাগুড়ি আদুরী পৃথিবী আজ কোথায়
রাত পোহালে সমুদ্রের দিকে ফসফরাস শ্রান্ত
রতি আর লীলা শব্দ-যুগল ভাসছে ঢেউয়ে ঢেউয়ে
এখানে এসে সংখ্যা লঘুরা লঘুতর থেকে লঘুতর
গুরুদের কাজের মাঝে কে যেন নাক ডাকে অশ্লেষা
সাদা ছোপের ম্যাপটা - মানিয়েছে বেশ
প্রান্তিক যুগের সুতো কিছুটা ব্যক্তিগত আড়ম্বর
অবশেষে শুন্যতার নির্বিকার উপলব্ধি অন্ত:সার কট্টর
অনেকটা মাক্সিস্ট বা দাম্ভিকতার টুপি লোগো বিস্তর
অমল দা বলেছিল কত কত্ত ফুল লাল বাহারি গাছে
হরিতকী আর লেবুর গন্ধে মাতোয়ারা তারাও আসে
শিক্ষা তন্ত্রে রামায়ণ নিঃশেষ অতঃপর লোগো টুপির উত্থান
ওড়না পর ঘর ছাড় বন্ধকর সংখ্যার লঘুর প্রস্থান
একদিন শুনি অমলদা-রা নেই রাতের অন্ধকারে
যে যুবক ছাতি পাতে কামানের দাগায় হারায় রাত একটায়
লোয়ার কাস্টের প্রেত জ্বালা পূজার মঞ্চে সহমরণ
শৈশব, মার্কসিস্ট, লোগো টুপি, ভ্রান্তি বিলাস আভরণ।
অতপর: যে শিশুটির জন্ম যে উঠানে সেই উঠানটি চুরি হল রাতের অন্ধকারে. শেকড় হীন শিশু রাজপথে।
কবরস্থানের গলির অন্ধকারে মধ্যরাতে ১৬/০১/২০১৭
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। ভালো থাকুন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
শায়মা বলেছেন: কত কত গাছের নাম আর এক চিলতে গ্রাম বাংলার উঠোন মনে পড়ে গেলো ভাইয়া!
কতদিন পর তোমাকে দেখলাম!
১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু অনেকদিন পর আপনাকেও দেখলাম। কেমন আছেন আপু...
৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৬
হীরক মুশফিক বলেছেন: অভিনয়ের মতোই আপনার লেখার ধারে মগজ কাটে
১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুশফিক ভাই। আপনি থিয়েটার দেখেন?
৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: অনেক ভাল কবিতা।
নতুন পোস্ট দিন।
১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দিয়েছি তো নতুন পোষ্ট। আপনার ওখানে ঘুরে আসব..
৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ । আসব একদিন আপনার ওখানে।
৬| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক অনেক ভাল লাগা।