| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
নাটক বলে যথা কথা, গল্প হবে শেষটায়
শাহজাহান চলে মোঘল রাজ্যে, মুরাদ তখন আগ্রায়।
সিনেমা বলে বাক্স ঘরে থিয়েটার ওই উদ্যানে,
সারা হৃদয় ঝলঝলাইয়া উথাল পাথাল অন্তরে।
ইস্টিশনটার নাম দিব কি,  রাম নাকি সীতা জি,
একটা চেয়ার অন্য কোথায় গান ধরে একাকী;
মাস্টার সাহেব বেজায় মশগুল টিকিট আর ঘণ্টাতে,
একটা বালক চোখ পেতে দেয় কারা যাচ্ছে শহরে।
শহর ছিঁড়ে আনলো দিদি রোজকার জমা খবরটা,
শ্রান্ত রোদের পচা ঘাসে বালক বসে ভাবছে তা,
রোদের গন্ধের তফাৎ আছে সূর্য নাকি সময়,
মানুষ ফানুস একি কথা দমের বাজার তন্ময়।
রাজা মন্ত্রীর আসল কথা রাজ্য হবে বেসামাল ,
হাপিত্তাসের গন্ধ শুকে প্রজার আসন টালমাটাল, 
উজান গাঙ্গে জোয়ার ওঠে গিলে খায় হাওরটা ,
মন্ত্রী বলে পাঁচশ নে টাকা কিন্তু হালাল টা।
দিদির মুখে গল্প শুনে বালক বলে কোনটা কি,
ক্ষুধার জ্বালায় মানুষ মরে পাঁচশ আবার মানে কি,
ওই বেটারা মন্ত্রী রাজা আসল গোবর ঢাকা তাজা,
আঁকি বুকি গোঁড়ায় গলদ, বলদ নাচে ভিসন মজা?
অতপর তাহারা রাজা মন্ত্রী মিলিয়া মিক্সার হইয়া রাজ্যের পশ্চাত দিয়া অম্ল ধোঁয়া বাহির করিতে লাগিল।
কবর স্থানের গলি, রাজা-র বাজার, মধ্য রাত ................................................২৩.৪.২০১৭
 
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ..
২| 
২৫ শে এপ্রিল, ২০১৭  রাত ৯:৫৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
 
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক দিন পর... কেমন আছেন ?
৩| 
০৫ ই মে, ২০১৭  বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
 
১১ ই মে, ২০১৭  বিকাল ৫:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক শুভকামনা। আজতো সবেবরাত....
৪| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৪০
এম আর তালুকদার বলেছেন: চমৎকার। ভাল লাগলো।
 
১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:৪২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ অনেক। দেরি হয়ে গেল।
৫| 
০২ রা আগস্ট, ২০১৯  দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭  দুপুর ২:০২
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন +