নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

স্যার বাঁদর, আমি বাঁদর

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৩


ওরা মারবে গলা চিড়বে ভয়ে থাকব এখানে
তুমি থেকোনা তুমি বেঁচোনা তুমি বোলোনা কথা সেখানে
আমি ভাবিনা কথা বলিনা আমি মরিনা রোজ এখানে।

তারা লাফায় আমি লাফাই ওরা বাঁদর আমার চাদর
ওরা মারে কথা বলে উড়ে চলে শেয়াল আদর
হাবিজাবি কি বলি আমি বাঁদর তুমি বাঁদর।

তারা শেয়াল খায় দেয়াল চিরে শরীর - দেশটার
স্যার বাঁদর আমি বাঁদর যুদ্ধটা শুধু বাঁচবার।





অতপর: স্যাররা শুধুই বাঁদর ...
কবর স্থানের গলি..

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৩:২২

কাওসার চৌধুরী বলেছেন: সত্যি বলেছেন।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ কাওসার সাহেব। অনেকদিন পর উত্তর দেয়ার জন্য দুঃখিত........

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: বেশ লিখেছেন।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা। আশা করি ভালো আছেন..............

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++

২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ মনির ভাই.। অনেক অনেক শুভকামনা............

৪| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ৮ বছর পূর্তির অভিনন্দন । হ্যাপিব্লগিং।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ব্লগে শুধু পড়ি। কেনজানি ব্লগিংটা আর করতে ইচ্ছে করেনা। তবে আনোয়ার ভাই আপনার মন্তব্য আমাকে বড্ড ইন্সপায়ার করে। শুভ কামনা্.....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.