নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

বিষ ঠোঁট

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯


সকাল থেকে তেতো রং এর জ্বর
জ্বরের ঘোরে আকাশ পাতাই ঘর
ঘরের কোনে স্বপ্ন থাকে বসে
বসে বসে আকাশ কুসুম জোটে

তোমার ঠোটে কোত্থেকে এক ঝিলিক
ঝিলিক পেয়ে আমি গেলাম হাটে
হাট থেকে কিনি লাল লিপস্টিক
লালে গালে মাখাই শুধু বিষ

বিষে বিষে কাটে কালো তিল
তিলের পাশে অন্যকারো শিষ
শিস দিয়ে পাশের ঘরে তুমি
তুমি শুধু বললেই পাগলামি

আমার এখন জ্বরের আরাম জোটে
মনের ভেতর তুমি শুধুই ঘরে
হলুদ আলো হঠাৎ কোথা এলো
এলো মেলো মনটা বুঝি গেল

তুমি থাকো তাহার ঘরে সুখে
চুন সুরকীর দেয়াল আমার কাছে
আমি না হয় চলেই গেলাম দুরে
জ্বরে জ্বরে আরাম করি সুখে



খাগান, বিরুলিয়া
দুপুর ১:৫৪সকাল থেকে তেতো তেতো জ্বর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.