নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
হঠাৎ করে রক্ত এসে ছিটকে লাগে দেশে;
অভিমানের কান্না জল গন্ধ ভরা মেঝে ।
মৃত্যুর পাচন, নীতির বচন, নীচুতা অবহেলা,
ঝাপটা এসে লাগে দেহে, সর্বনাশা হাওয়া ,
আহারে মা, একজন মা টেবিলে শূন্য থালা,
জঠর ভাঙ্গা বিশ্বাস , বিউগল দিশে হারা ।
পিশাচরা গুপ্তচরে বন্ধু সেজে আসে,
রক্ত চোষা হায়েনা, বুকে ভরা বিষে;
ছোপ ছোপ, ছপ ছপ, ছোপ ছোপ, ছপ
সিঁড়ি বেয়ে সরীসৃপ, সর্প দ্রাক্ষারস;
বজ্রধ্বনি তর্জনী- ভেঙ্গে দিতে চায় ওরা;
বীভৎস শকুনি নরকের কিট ভরা,
কামড়ে ধরে চশমা, খামচে ধরে জামা,
হাতের মুঠোয় চুরুট, হিংস্রতা নিয়ে খেলা।
নিচতলা দোতলা, একে একে ঘরে ঘরে,
চালিয়ে দেয় মেশিন গান, বারুদ, থরে থরে ।
আঁতকে ওঠে দেব শিশু দাঁতাল শুকর দেখে,
বীভৎস মুখে কুৎসিত হাসে শিকল বাঁধা কলে,
জয় বঙ্গ সবুজ চারা নুইয়ে ঠিকিই পরে
কান্নার জলে নীল বাংলা, জাগে কালো ভোরে।
ও পিতা বঙ্গ পিতা পড়ন্ত বিশ্রামে ,
ভিজিয়ে দাও আবার দেশটা বৃষ্টি যেমন নামে,
শুষ্ক রাষ্ট্র, খরায় মনন, ক্লান্ত মায়ের কোলে;
জাগাও মানুষ, জাগাও আবার জাগাও অন্য ভোরে
তোমায় যেন ডাকতে পারে রাঙা সূর্যে দোলে।
_________________________________________
একলা রাত, ঘুট ঘুটে রাত থমকে থাকা, কবরের স্থানের গলি
বুধ বার, ৩১ শ্রাবণ ১৪২৫ বাংলা, ১৫ আগষ্ট ২০১৮ খ্রিস্টাব্দ
১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মুর্শিদ.............
২| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নুর........
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
সুমন কর বলেছেন: দারুণ ! +।
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লোকটা আর আসবেনা। সমস্যা সেখানেই!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৬
মুর্শিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা