নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
একটি অত্যাবশ্যকীয় গল্পের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত;
গল্পের শুরুটা না ভাবলেও চলবে তবে শেষটা চাই,
শেষের চার আঙ্গুল নীচে তুই বলেছিলি একটি কথা থাকিস
অথচ অপেক্ষার প্রহর দীর্ঘ হয়ে প্রতীক্ষায় রূপান্তরিত হল।
আচ্ছা তুই কখনো কষ্ট পেয়েছিলি, নিভৃতে?
ঠাকুরের এপিটাফ দেখে কখনও কেঁদেছিস যাকে বলে ভীষণ কান্না!
উপলব্ধি হয়তো করতে পারিস কান্নারও রঙ আছে,
আজ না হয় রংটাই দিলাম তোকে,
খেয়াল করেছিস কান্নার রঙ আর বৃষ্টির রং অনেকটা এক,
আধা ভাঙ্গা কংক্রিটের রাস্তায় গলে যাওয়া আলকাতরায়
হঠাৎ বোবা বৃষ্টির কান্নার রংটা মিলেয়ে নিস সেই এক।
থাক এই সব কান্না ফান্না ঘেন্না আর না...
চল কিছু সুখের কথা বলি, শুধু তোর সুখ, ... বলবি?
এ যেমন ধর যখন তোর লোম কুপ দাঁড়িয়েছিল হলুদাভ,
ছোট ছোট বিন্দু যেমন করে এলার্জী ওঠে, তোর চামড়া ফুলে উঠেছিল
আমি ভেবেছিল এ কোন অসুখ, আর তুই বললি এটাই নাকি সুখ!
তুই তখনও বুঝেছিল সুখ আর আমি বুঝলাম সুখ মানে অসুখ;
আসলে সুখের গন্ধটা কি সেইটাই তো অজানা থেকে গেল?
যেমন করে তুই এখন ভাসিস ঝর্ণা ধারায় রমণের পর কিছুটা প্রশান্তি;
আর আমি অপেক্ষায় থাকি মহাজন দেবে জল শুধু হাত ধোবার;
শরীরটাযে কবে ধুয়েছি নিজের মত করে মনে নেইরে-- নেই।
সেদিন ছিল একাদশীর দিন মনে আছে মা সাগু খাচ্ছিলেন;
আর তুই এসে বললি চল চল ঘরে মাটন ,
আমি একাদশী কে উপেক্ষা করে দৌড়ে গেছি মাংসের গন্ধে;
আর সেদিন পেয়েছিস তুই সুখ আর আমি বুজেছি অসুখ।
তার ঠিক দুদিন পর তুই উড়াল দিলি সুখ টুকু নিয়ে,
আর আমি অসুখের যন্ত্রণায় এদিক ওদিক নৈঋত কত্ত খুঁজেছি
যেমন করে অন্ধ পিঁপড়ে হারিয়েছে তার দল
একি পাকে ঘুরতে ঘুরতে কখন যে মধ্যবিত্ত হলাম ভুলেই গেলাম
তাই সুখ আর ধরা হলনা বৃষ্টি আসুক বাদল আসুক অথবা টগবগে রোদ....
..........................................................................
প্রেরক: কবরস্থানের গলি: রাত ৩ টা ১২ অগ্রহায়ন ১৪২৫ ..
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+