নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
অপেক্ষার প্রহর দীর্ঘ হয়ে প্রতীক্ষায় আসে,
মধ্যরাতের ভুল একে একে অবগুণ্ঠন সরায়,
সাম্য আর নীরব পাপ পারা পারের ব্যবধান,
ভাষা হীন সংকটে কে ডাকে, কাকে ডাকে, জানা নেই।
তন্দ্রাচ্ছন্ন শহরটা কেমন জানি লাগে আজকাল,
উড়ে আসে তার গন্ধ ওই যে সেই হ্যালোজেন গন্ধ;
প্রায়শই এখন একলা লাগে,একলা লাগে ভালোলাগা,
ধুয়ে যাওয়া জ্যোৎস্না কয়- উড়ে গেলে নাকি ব্যবধান হয়
আমি বলি ব্যবধান সে তো আশ্চর্য সংকট
সমাধানটা এ জীবনে আর হলনা.....
মাথার ভেতর ঘণ্টা বাজে আজব হাহাকার,
ডং ডং ডং ঘণ্টা বাজে তোমার অপেক্ষার,
অপেক্ষাটা করতে করতে প্রতীক্ষাটা হল;
ধুয়ে গেল আদরের শরীর পথ ঘাট এলোমেলো।
আমাকে আর একটা জীবন লিখতে দাও,
লিখতে লিখতে ডানা ভাঙ্গা হাঁপিয়ে পড়ি আবার,
এ যেমন হাঁপিয়ে পড়েছি জীবন নিয়ে
এ যেমন হিসেবের খাতা উল্টে গিয়ে পরে
এ যেমন বসে আছি এ জন্মের মাঝখানে,
কবিতার কবিগুলো লতায় পাতায় নরম চুল রূপান্তর,
এ শহরে স্পন্দন হয়তো একই রকম অবান্তর
ঘুম থেকে উঠেই ব্রাশে পেস্ট লাগিয়ে জল ছাড়া থুথু ফেলা
কোনমতে আয়রন করে শার্টের বোতাম লাগানো
সস্তা দোকানের বেল্টটা ছিঁড়ে যায় তাও লাগাই,
লম্বা লাইনে হুপিং-কাশির মত থমকে থাকা সময়।
অবশেষে বাস এলো কে যেন পা পিষে আগে উঠে গেল,
দাঁড়িয়ে থাকতে থাকতে জ্যামে বসে থাকা।
নিকোটিন টুকরা ফেলে দিয়ে শুরু হয় নতুন দিন
বুকে নিয়ে চুপ থাকা অনিরাপদ ঋণ......
অবশেষে আবার শুরু হয় যন্ত্র জীবনের মন্ত্রণা............ হাতিরঝিল লিংক রোড.....বন্ধু নিবাস...........১৮ শ্রাবণ ১৪২৬।ঘনঘটা মধ্যরাত.....
©somewhere in net ltd.