নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

মন্ত্র যন্ত্র গণতন্ত্র

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩


রাজার পাশে মন্ত্রী মন্ত্র,
হাতি নৌকা কোনাতে;
সামনে থেকে সৈন্য বসে,
দেখছে তারা শোনাতে;

রাজা যাবেন এক পা করে,
মন্ত্রী যায় সব সাজাতে;
ঘোড়া চলে আড়াই পা আর
নৌকা যায় সোজাতে;

মন্ত্রী মন্ত্র যেথায় থাকে,
রাজা বাচে সেখানে;
ঘোড়ার চালে নৌকা চলে,
প্রজা এখন বাম্পারে;

সৈন্য বেটা ডাকছে নাক,
ধান ভেঙ্গেছে চায়নাতে;
এদিক ওদিক তাকায় প্রজা,
মাপছে ভারত পাল্লাতে;

হাতি হাসে শূর তুলে,
চলে এখন কোন তালে;
যেখানে যায় সব খায়,
মাটি খুড়ে নাঙলে;

সৈন্য সকল দেখছে বিকল,
হাতপাখার হাওয়াতে ;
প্রজার আহার চলছে ভালো,
ধান ছড়ানো কুলাতে;

মন্ত্র যন্ত্র গণতন্ত্র,
নামতা সবার সব খানে;
আমরা প্রজা নাচন কুদন,
বাচতে হবে সাবধানে;

এবার প্রজা দেখছে মজা,
শতরঞ্জির মাঠটাতে;
লাল সবুজ যুদ্ধ করে,
পেয়ারা উজির লন্ডনে।

________________________________________

অতপর আমরা প্রজারা আশায় থাকিব .....
________________________________________

কবরস্থানের গলি, সময় কাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর ১৯ দিন ৮ ঘন্টা পূর্বে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০

রাফা বলেছেন: রাজনীতি ,ভোট ,সমাজ ,দেশ ,নেতা -নেত্রী এর মাঝেই ঘুরপাক খচ্ছি আমরা।চমৎকার ছন্দময় কবিতায় ভালোলাগা।

ধন্যবাদ,ব.তু.প্রাঙ্গনেমোর।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কেমন আছেন রাফা? হুম ঠিক তাই....

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: গনতন্ত্র নাই।
বাস্তব অন্যরকম।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চলছে... মনে হয় নাই সারা পৃথিবীতেই।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে। অনেক দিন পর....
+।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম অনেকদিন পর... ব্লগ যখন ব্লক থাকে যা হয় আরকি...

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


এদেশে কোন তন্ত্র মন্ত্র চলে না

লাঠির বাড়ি দিলেই সব ঠিক

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম....সারা বিশ্বেই মনে হয় তাই চলছে...

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন: মজার ...ভালোই তো

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম..কেমন আছেন?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মাহের ইসলাম বলেছেন: রাজনীতির বর্তমান হালচালের ছন্দময় প্রকাশ।
ভালো লেগেছে।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ মাহের...শুভ কামনা...

৭| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.