নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

চলে যাবেন স্যার..

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪


চলে যাবেন স্যার যান, কোন টেনশন নাই,
মনখারাপের কোন ব্যাপার নাই,
চোখ ছলছলানির কোন দরকার নাই,
চলে যান স্যার ইমোশান নাই।

ভুলে যাবেন স্যার যান ,
শুধু মনের কোনে একটুখানি জায়গা রাখবেন;
রাস্তা দিয়ে হেটে যেতে একটু হাত নাড়াবেন,
দুর থেকে না হোক পাশ দিয়ে অন্তত,
সালাম দেবার বা সম্ভাষণের দরকার নাই;
একটু হাসলেই হবে ,
চোখের কোনে হালকা ঝিলিক থাকলেই চলবে;
মারুতিতে যদি থাকেন কাদা না ছুড়ে একটু আস্তে চালালেই হবে,
চলে যাবেন স্যার যান, দু:খ নাই।

সামাজিক অনুষ্ঠানে নিমন্তনের দরকার নাই
শুধু ফেসবুকে হালকা ছবি দিলেই চলবে
লক না করে লাইক কিংবা কমেন্টের অনুমতি দিলেই হবে
মেসেজ না হয় নাই বা দিলাম স্যার

ভুলে যাবেন যান স্যার, চলে গেলে যান স্যার
কিছু ভুলে গেলেও কিছুটা নিউরন রেখে দিন একটু
স্মৃতির কোনে রেখে-দিন সেই সকাল বেলার ব্রেকফাস্ট ,
এই অপার্থিব জগতে কিই বা থাকতে পারে..............


বিদ্র: প্রিয় স্যাররা ভালো থাকবেন।

১৪২৬ সালের কোন একসময়। সিটি ক্যাম্পাস , সিটি ইউনিভার্সিটি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: সবার প্রিয় মানূষেরা ভালো থাকুক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই...........হুম সবাই ভালো থাকুন.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.