নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ শুরু হল এভাবেই--- ১৪২৭ বাংলা

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৮


বাংলাদেশে নতুন রেকর্ড করোনায় সুস্থ হওয়া থেকে মৃত্যুর সংখ্যা বেশি...

ডাক্তাররা সেবা দিচ্ছেন বা দিতে চাচ্ছেন কিন্তু একজন দাঁতের ডাক্তার পেতে কষ্ট হয়...

হাসপাতাল গুলো ফুটবল খেলছে একে অপরের সাথে। রাত একটায় একজন করোনা আক্রান্ত গর্ভবতী নারীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়ের উপর হয়তো মৃত্যুর অপেক্ষায়। যে আক্রান্ত হবেন সে বুঝবেন বাংলার স্বাস্থ্য অব্যবস্থা.. চাপা বাজি আর কত?

জ্বর হয়েছে বলে নিজের মা কে জংগলে ফেলে এসেছে সন্তানরা।

ঘরে থাকছেনা মানুষ।

বাজার গুলোতে বাটপারি.. যে বাজার করতে গেছে সে জানে।

নারায়ণগঞ্জের মত জায়গা করোনা রেড-জোন। কিন্তু সোনালী ব্যাংক খোলা। কর্মচারীরা না গেলে চাকুরী যাবার হুমকি। বাংলাদেশ ব্যাংক বন্ধ কিন্তু কাজ চলছে। প্রবাসী আয় বন্ধ ।

চাল চুরি প্রতিদিন। ধরা পরছে কয়েকজন। কিন্তু বাদ বাকিরা হরিলুট।

বেশিরভাগ ছোট প্রাইভেট কোম্পানির লোকজন বেতন পাননি।

অনেক মধ্যবিত্ত পরিবারে আজ ডাল আলুভর্তার বেশি হয়তো হয়নি। আর ফেসবুকে অনেক খাবারের ছবি দিয়ে কব্জি ডুবিয়ে খাবার রেকর্ড গড়লেন কিছু উজবুক।

মসজিদে যাওয়া না যাওয়া নিয়ে কোপা কুপি।

হুম, বাংলাদেশের ঘটনা...................
--------------------------------------------------------
আজকের খবর- সময় টিভি এবং অন্যান্য অথেন্টিক সংবাদ মাধ্যম

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: যারা কোপা সামছু তারা মরে যাক। অন্যরা ভালো থাকুক।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সবারই মঙ্গল কামনা করি। কিন্তু এখনো বিবেকটা খুলছেনা এই যা.। ধর্মান্ধতা আর ধার্মিক এক নয় সেটা বুঝবে হয়তো একদিন.. শুভ নববর্ষ নেওয়াজ ভাই.।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা আজকে অনেক খারাপ/। আসলেই খারাপ।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: খারাপ তো হবে..।ঘরে বাইরে সব জায়গায় আসলে পৃথিবীর অবস্থাও একি... অপেক্ষা আর সৃষ্টিকর্তা এই আর কি..।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা রইল।

ভাল আছেন নিশ্চয়ই।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনকে দিন পর বিজন দা..।শুভ নববর্ষ। হুম আছি. আপনি কেমন আছেন?

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধনীদের বেশী সমস্যা নেই। তারা ঘর থেকে বের হবে না। সামান্য কিছু ধনী ক্ষতিগ্রস্ত হবে। মরবে আমাদের মত মধ্যবিত্ত ও গরীবেরা। রোগের কথা বাদ দিলাম সরকার মানুষের অর্থনৈতিক দুর্দশার জন্য যে দিক নির্দেশনা দিয়েছে সেগুলি মূলত ব্যবসায়ীদের জন্য। গরীব ও মধ্যবিত্তের জন্য যা বলেছে তা খুবই অপ্রতুল এবং এব্যাপারে পরিষ্কার কর্মপদ্ধতি প্রকাশ করছেনা। রাস্তায় ইতিমধ্যে ত্রাণের জন্য বিক্ষোভ হচ্ছে। সরকার বেশী সময় ব্যয় করছে।

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম.. আসলেই তাই.. আমার কেন জানি মনে হচ্ছে আবার না পিছিয়ে পড়ি ৯০র দশকে...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.