নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
পালাই পালাই করছে দাদা..
আর না এবার কেঁদে বাঁচা...
তোদের দেশে আকাল পরে
তোরা খা সব লুটে পুটে
খুচরো পয়সায় জীবন কাটে,
খুচরো পাথর পকেট পুরে,
খুচরো খবর খুচরো মন;
জীবন মরণ একই ক্ষণ।
মধ্যবিত্ত গলায় ঝুলে,
পকেট ফাকা আস্তা কুড়ে,
মনটারে বাধতে গিয়ে,
হাপিত্যেশের ঢেকুর উরে।
হাত পেতে পাতে থাকে,
স্বপ্ন শুধু স্বপ্ন দেখে,
রাতের প্রহর একিই থাকে,
হাটতে গেলে হোঁচট লাগে।
ভীরু মন অকারণ,
কথা বলে সারাক্ষণ,
বুকে ক্ষোভ চোখে চোখ,
ঠোট হয় কালচে।
পালাই পালাই করছে দাদা..
আর না এবার কেঁদে বাঁচা...
তোদের দেশে আকাল পরে,
তোরা খা সব লুটে পুটে।
আমি না হয় চিপায় আছি,
খুচরো পাথর পকেট ভরি,
পেটে চলে ছুঁচোর দৌর,
ছেড়া স্যান্ডেল শুকনো ভোর।
বাড়ী ভাড়া চৌদ্দ আনা,
সার্টিফিকেট কিনবেনা,
ফেরি করি ডিগ্রীর মুলো,
মধ্যবিত্ত সবই ছুতো।
বাজার গেলে গরম লাগে,
শেষ বিকেলে পটল তুলে,
ভাজবো পটল কম তেলে,
তোরা দে তেল তাদের ঘরে।
ফিকে হওয়া ইচ্ছেরা,
চেয়ারটা বড় বেয়াড়া,
খালি কালি কলমটা,
ভিজে ওঠা চোখটা।
মশার রাতে ঘুম কাটে,
মশারি সেলাই করে,
ফ্যানটা বিগড়েছে,
তোরা থাক ঠাণ্ডাতে।
জেগে থাকি একা শহর,
একার রাস্তা একা প্রহর,
পাশের ঘরে মাংস পুরে,
মধ্যবর্তী আলগোছে।
পালাই পালাই করছে দাদা..
আর না এবার কেঁদে বাঁচা...
তোদের দেশে আকাল পরে
তোরা খা সব লুটে পুটে
তোরাই খা সব লুটে পুটে......
হাতির ঝিলের পারে,মহামারির আকালে আকালে ৪ জ্যৈষ্ঠ ১৪২৭,
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪
মেহবুবা বলেছেন: এমন করে কত কথাই মনে আসে !
এই নিকটা বেশ ছন্দময়!পুরোন ।