নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

রান্না করা সততা

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৩


মহাজন তুই ,টাকা নাই তোর ,বসে যা তুই রাস্তায়;
দৌড়ে যা তুই, মরে যা তুই, শহরের হতাশায়।

গাদা গাদি ,উঠা উঠি, চাপা চাপি ,
নরা চরা, ঝাঁকা ঝাঁকি, আটা আটি,
ধাক্কা ঢাকি, হাঁকা হাঁকি, দিনে রাতি,
দূরে থাকে, পরে থাকা- বাঁচা বাঁচি।।

সরে থাক, নরে থাক, চরে থাক, মরে যা,
টাকা নাই, করি নাই, তোরা সব চলে যা,
আমি বাঁচি, আমি থাকি, স্বার্থপর ইচ্ছেরা ;

আদর্শের দোকান খুলে রান্না করে সততা,
বমি করে হজম করে , উগরে ফেলে মানবতা,
যেমন চাই তোর তেমন খাস, নিচে উপর যেদিক চাপ
সব তোমারি সব আমারই , ঢোল পেটাও বাপরে বাপ!

পথে পথে হাহাকারে, শূন্য ব্যাগে বাজার ঘুরে,
এক পলকের বেঁচে থাকা দারিদ্র্যতার সীমা রেখা,
মধ্যবিত্তের চাপা চাওয়া, গুমরে বাঁচা ভালোবাসা;
কোন স্কেলে মাপবে তুমি - আহাম্মকের বাছুররা?

বুর্জুয়া সব আমলা খাটে, রাজ্যটা যায় রসাতলে,
বাড়ায় দাম, বাড়ছে সব, কমছে শহর পকেট পুরে,
পকেট ছিঁড়ে শ্রমের টাকা হামলে পরে শূয়ররা,
চুরে করে, লুটে পুটে, মাথা কাটে জনতার।

গাদা গাদি, উঠা উঠি, চাপা চাপি ,
নরা চরা, ঝাঁকা ঝাঁকি, আটা আটি,
ধাক্কা ঢাকি, হাঁকা হাঁকি, দিনে রাতি,
দুরে থাকে , পরে থাকা ফাঁকা বাড়ি।


১০ অগ্রহায়ন ১৪২৭, আলসে দুপুর -চালসে সময়, হাতিরঝিল....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.