নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
আমার নিরস্ত্র চাওয়ার কাছে তুমি পরাজিত,
আমার তৃষ্ণার্ত কাতর প্রেম মাথা নত তোমার পদ তলে,
পুষ্প নাও পত্র নাও ফল নাও জল নাও হে দেবী;
ললাটে, পাঁজরে , রক্ত আভায় হস্তে বাহুতে শুভ্র সভায়;
আমি নত আমি ক্লান্ত উচ্ছলিত ওহে প্রেম নাও।
ভালবাসার অস্থিরতা ভেতরের আরও জাগরণ সত্তা,
দেখাতে পারিনা আহা কিযে কি-যে ব্যাকুলতা ,
দু হাতে দু পায়ে, বুক চিড়ে কি হলে কি ভাবে বোঝাবো জানিনে ,
ভয় হয় কোথা যদি চলে যাও এ জীবন বইবে কেমনে,
নাও নাও আমার সর্বস্ব আত্মায় যা আছে তারচেয়েও বেশি নাও..,
হে দেবী প্রেম নাও, অবনত মস্তকে ভিক্ষা দাও, ................,
হাতিরঝিল, মধ্য দুপুর, ২৬ ভাদ্র ১৪২৭
বি:দ্র: দেখিতে দেখিতে বিবাহের একমাস পূর্ন হইল...
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪১
মেহবুবা বলেছেন: এক মাস বিবাহ পূর্ণ হবার অভিনন্দন!
এখন তো আরো বেশী দিন হলো।
শুভকামনা আগামীর জন্য ।