| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
	আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
 
 ২০ টাকার সবজি ৮০ টাকা
হাতে প্ল্যাস্টিকের বস্তায় ১২ কেজি, 
হাড় যন্ত্রণা গন গনে সূর্য  পেশী টান
 রক্ত আটকানো ঝিন ঝিন,
 আঙ্গুলে টনটন কপালে ঘাম।
পার্থিব শহর ডাস্টবিন ওভার ব্রিজ অথবা কাল,
যেমন করে সয়ে যায় যাপিত জীবন..
ঘুপচি মেরে বসে আছে,
দেহ যন্ত্রের ভেতর কালো শৃঙ্খল;
চিৎকার চেঁচামেচির বালাই নেই,
টুক ঠুকা ঠুক ছাদে হাতুড়ি শব্দ,
একটু একটু  ছিঁড়ে মনন স্তব্ধ ।
আজকাল আর মামা বলিনা !!! বলি ভাই , 
ভাইয়া যাবেন নাকি- মালিবাগ? 
---চলেন ! 
মুখে সিগারেট প্রশান্ত মুখ রিকশাওয়ালার পেশি ;
 নাচে তিনচাকার টানে টান কাহারবা,
চোখ দুটো টার্গেট, মাটি কাঁপা ছন্দ, গণতন্ত্র; 
বিষাদ না বিলাস স্থির হতে চায়, ধুক ধুক ধুক ধুক যন্ত্র!!,
নাহ কি বলি ----- ২৭ কার্ত্তিক ১৪২৭,  দুপুর রাত, হাতির ঝিল।
নাহ কি বলি ----- ২৭ কার্ত্তিক ১৪২৭,  দুপুর রাত, হাতির ঝিল।
©somewhere in net ltd.