নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

দাসত্বের সবাক জন্ম...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৮


দাসত্বের সবাক জন্ম...
মানুষের ভাগ্য বদলে ছিড়ে যাওয়া জুতোর চামড়ায় থুতু এসে লাগে ছিঁড়ে বাসিন্দার..আপেল গাছটায় টার্কিশ গন্ধটা যখন লেপটে থাকে তখন কামিনীর বেল তলায় ফুলতে থাকে যৌবনের অবাধ্য নিত্য রঙ্গ..........
কলিগের দেয়া হাত পেতে নেয়া দায়বদ্ধতার লেবার পরে নেই আর ডেমোক্রেসির শোষিত পোষাকে লেগে থাকে প্রাণী হন্তারকের লাল টক টকে রক্ত ... ১৬০ ডিগ্রী সেলসিয়াসে দুটি দগ্ধ লৌহ পাত চেপে ধরে মাংসের খণ্ডটি তখনও লাল রক্ত চুইয়ে পড়ে তোমাদের পাপাচিঞ্চী দেয়া বার্গারে...
দাসত্বের এই পৃথিবীতে পাঁজর ভাঙ্গা তপ তপে আগুনে আমি বার বার জানিয়ে দিচ্ছি অহেতুক ডেমোক্রেসির যাঁতাকলে অবিরাম পুড়তে বসেছে ডিএনএর সমস্ত প্রাগৈতিহাসিক সার্টিফিকেট.....

২. অণ্ডকোষে হিজরা মানসিকতা
কোন জিজ্ঞাসু প্রশ্নের উত্তর না পেয়ে অনবদ্য ক্লান্তিতে অহিংস এক মানব আজ নাটমন্দিরের সাজ ঘরে ......সারাদিনের ক্লান্ত বহুদূরের থেকে থিতিয়ে উঠে শীতল পেশীর রক্ত সঞ্চালন...আর্কিমিডিসের সূত্রের সাথে তাল মিলিয়ে হকিংগের কাল ব্যাধি পীড়ার বিপরীতে উৎসুকের দৃষ্টি আগন্তুক......ক্রেডিটের চাকায় বাতাস নিভো নিভো তবুও রবোটিক জীবনের মেরুকরণ প্রশ্ন বিদ্ধ.... সকালের খবরে থিতু জন জীবন......

৩. দশ পেনির তৃতীয় বিশ্ব
অপদার্থ ধৃত রাষ্ট্র আর ভালো মানুষ হোসেনের সাথে আরেকবার যখন তাল মিলায় যিশু খ্রিষ্টর তখন ঈশ্বরের আকাশবাণীর সম্প্রচার বন্ধ থাকে.....আমি সেদিনও দেখেছি ফ্যাশন টিভির দুগ্ধল চাহনি যখন মিট মিটিয়ে হাসে তখন তোমাদের দাবানলের স্প্যাম গুলো কেঁপে উঠে.. মাঝ রাত্রির ঘামে ঝরা বেটশীটে নিজের উরু আর মাংসল পুচ্ছ যখন মুছতে থাক তখন এশিয়ার সার্টিফিকেট ওলা ঠাণ্ডা দস্তানায় তোমাকে মুখে পুরে দেয় তপতপে মাশরুম পিঁজা...আমি তো জানি অহেতুক বিড়ম্বনায়ও তাকে তুলে দিবে ১০ পেনির বকশিস..আর তাই দিয়ে বেঁচে থাকবে ভিক্ষা নেয়া তৃতীয় বিশ্ব..........

বন্ধু তুহিন , হাতিরঝিল লিংক রোড, ঢাকা, শেষ রাত..

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


বাদামের খোসা

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫২

কবিতা ক্থ্য বলেছেন: ভাষাটা একটু কঠিন আমার জন্য।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: সামুতে একজন ব্লগার ছিলেন ''দাসত্ব'' নামে। জামাত শিবিরের লোক ছিলেন। চাঁদগাজী আর অমি পিয়াল তাকে সাইজ করেছেন বহুবার। সুবিধা করতে না পেরে ভেগেছে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: বুঝতে পারলাম না তেমন...

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বেশ জ্বালাময়ী ব্যাপার স্যাপার! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.