নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

নগর ছেড়ে বেড়িয়ে গেল একদল মানুষ.

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৪


তোমাদের স্বচ্ছতাকে তালা বদ্ধ রেখে
অসঙ্গত ভাবনায় আমাদের ঘুম পারাও ;
তোমাদের অদেখা রেটিনায়- সুতীক্ষ্ণ আলো,
আমাদের ঘুণ ধরা আত্মায় বেজে উঠে মৌন সাইরেন।

তোমাদের আপন সন্তরণ নগর যাপন,
আমাদের প্রস্থান অকারণ নির্বাসন;
সারিবদ্ধ মানুষের মিছিল বিবর্তন
আর একগাদা বাড়ি ভাড়া বিজ্ঞাপন।

লাইন ধরা রক্ত গরম রোদে বারবিকিউ চামড়া,
কলারে কালো আক্ষেপ সস্তা শাবানে ওঠেনা,
রঙচটা স্যান্ডেলে জোড়া লাগানো যাবজ্জীবন;
শান্তনু মুচির কিবা দোষ সস্তা জীবন প্রতারিত।

তোমাদের ঈশ্বরের ঘণ্টা বাজে অতি দক্ষতায়,
সোনার প্রদীপে, মসলিন জায়নামাজে আশীর্বাদের স্তূপ।
আমাদের গুটি ওঠা টুপি,কম দামি ধুপ-কাঠি,
নির্লিপ্ত চোখ, দিন যাপনের আহাম্মকি।

আচ্ছা ঘুণে ধরা আত্মায় ঈশ্বর কি কথা কয়?
গলে যাওয়া মোমবাতির কতটুকু দহন হয়?
----------------------------------
অতঃপর নগর ছেড়ে বেড়িয়ে গেল একদল মানুষ.
১০ শ্রাবণ ১৪২৮ বাংলা
হাতির ঝিলের কাকটা ডানা ঝাপটায়
ভোরের ঘন্টা বাজছে।

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৯

গফুর ভাই বলেছেন: মানুষের খুব অভাব চলছে............., ভালো থাকবেন।

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপনিও ভালো থাকবেন । সুসময়ে অপেক্ষায়.. ধন্যবাদ...

২| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫১

হাবিব বলেছেন: ভালো লিখেছেন। সত্য কথন

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লিখতে জানিনা.. শুধু বলি......ধন্যবাদ হাবিব ভাই...

৩| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর বন্ধু তুহিন প্রাঙ্গণেমোর ব্লগে সুস্বাগতম।


সুন্দর।+

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম অনেক দিন পর পর.. বিজ্ঞাপনের ক্লিকে আর ভালো লাগনো.. প্রান হারিয়ে গেছে তাই আসতে দেরি হয়.. অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ..............

৪| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫

কৃষিজীবী বলেছেন: চমৎকার +

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা কৃষিজীবী...

৫| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: কেউ এক জাগায় দীর্ঘদিন স্থায়ী হতে পারে না।

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এটাই হল মশ্কিলের......হাহাহা..

৬| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগেলা গভীর ভাবনার কাব্য :)

+++

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক গভীর ধন্যবাদ আপনাকে.. ধন্য হলাম...

৭| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নগর ছেড়ে যারা চলে গিয়েছিলেন তার চেয়ে বেশী লোকজন এখন নগরে প্রবেশ করছে। সামনে কতোটা দুঃসহ সময় অপেক্ষা করছে তা একমাত্র সময়ই বলে দিতে পারবে। কবিতা ভালো হয়েছে। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.