নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
ঘোষণা ঘোষণা ঘোষণা,
একটি অসাধারণ ঘোষণা!
আজ থেকে পাইকারি দরে বিক্রি হবে কবিতা,
লাল কবিতা , হলুদ কবিতা,
পচা মাছের বাজারের কবিতা,
লুটেরা আর ধনিদের কবিতা,
ঘৃণা আর লজ্জার কবিতা,
মিথ্যে-বুলি হাটের কবিতা,
কবিতা কবিতা কবিতা।
সাথে থাকবে পা চাটা কবিদের আড্ডা খানা,
আহাম্মক আর জালিয়াতদের বৈঠক খানা,
বিনামূল্যে পেয়ে যাবেন নির্লজ্জ কাব্য চোর,
টকশো মার্কা বুদ্ধিজীবী ঘুষ খোর সম্পাদক।
বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি
একটি অসাধারণ হারানো বিজ্ঞপ্তি।
একটা চাবি হারিয়ে গেছে
চেতনা মার্কা স্বাধীন চাবি,
আদর্শের তেলে মচমচে চাবি ,
দহন আর ইথিকসের নষ্ট চাবি।
অত্যাচারীর বদ্ধ ঘরে খুলবে তালা কে,
বেঁচে থাকার গোপন পথে ,মনটা মেরেছে কে?
যদি কেউ চাবিটি পেয়ে থাকেন তাহলে জলে দিন,
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোষণা ঘোষণা ঘোষণা,
আরো একটি বিশেষ ঘোষণা।
গতকাল ঠিক রাত একটায় বিদ্রোহী কবি হারিয়ে গেছেন,
তার পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট খালি পা,
মুখে ছিল কাচা পাকা দাড়ি, বিভ্রান্ত চুল,
ব্যাগে ছিল ছেঁড়া খাতা, ভাঙ্গা কলম, ১০ টাকা,
যদি কেউ পেয়ে থাকেন তাকে বিবেকের জলে ভাসিয়ে দিন,
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোষণা ঘোষণা ঘোষণা
একটি অসাধারণ ঘোষণা।
-------অতপর কবি আর কবিতা পাওয়া যায়নি সাথে চাবিটিও হারিয়ে গেছে। ২১ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, শীতকাল, মধ্যরাত। নিঝুম হাতিরঝিল।
২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর,
নয়ন বড়ুয়া বলেছেন: কবিকে দ্রুত খুঁজুন...
নাহলে, কবিতা পড়তে পারবো না যে...
হা...হা....হা....
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭
কথামৃত বলেছেন: কবি কোথায় হারিয়েছে?
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: ভালো।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
বিজন রয় বলেছেন: সুন্দর একটি কবিতা দিয়ে নতুন বছর শুরু করলেন ব্লগে।
নিয়মিত লিখুন আর পোস্ট করুন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ঘোষণা জেনে কবিকে খুঁজে বের করার চেষ্টায় রইলাম।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৫
নয়ন বড়ুয়া বলেছেন: কবিকে দ্রুত খুঁজুন...
নাহলে, কবিতা পড়তে পারবো না যে...