নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

পগার পার.......

১২ ই জুন, ২০২৪ রাত ১০:৫৬


এক অ-বাস্তবিক পথ চলতে চলতে অনেক আহাম্মকটা হারিয়ে গেল। তামাক আর কাগজ মিলে মিশে একাকার সাথে লাগে অক্সিজেনের মিথস্ক্রিয়া ভেতরে ঢুকে কার্বনডাইঅক্সাইডের ঝাঁঝালো গন্ধ ওত পেতে নেয় পুরো জলের শরীর। লোমের ভেতরকার শির শির করে ঘুণপোকা বোধ কি করছে? তবে মোদী কিংবা ত্রস্ত কোকাকোলার হিসেব নিকেশ বুঝতে বুঝতে গুদারা ঘাট মাছের বাজার তখনও গরম। শুটকি বিকচ্ছে মানুষের দরে, ইলিশের কেজি হাজার পার’ ভিড় ভিড় সব চৌচির জঞ্জাল।
এত গণ্ডগোলের মাঝে মেডিটেশন, ব্যায়াম আর আদ টুপি পরা স্রস্টার কৃপা ভিক্ষায় ব্রাহ্মণের পৈতেতে উচ্চাঙ্গসংগীত শান ওঠে। একচেটিয়া ইগো বাড়ায় নিরন্তর অপরাধ। জানেন তো মহেশখালীর পানে বিকয় বদ্বীপটার মনন। মিষ্টি জর্দার সুড়সুড়ি আর কাঁচা সুপারিরা যখন দুটো চোয়ালের মাঝে আসে বেশ লাগে।ব্রহ্মতালু ফাটা ফিলিস্তিনে কি হচ্ছে তারপরেই কোথা থেকে উড়ে বসা ময়লা টকার লাফিয়ে ওঠে। বুঝিনা ইউক্রেনের হন্তারক কোথায় গেল? পগার পার.......

বুধবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ. প্রদোষ, ঢাকা.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.