নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
কাঁচ ভাঙ্গা ফুটপাত ঘর দোর
বাতাসে ভাসে সব অচেনা চোর
চোরাবালি অলিগলি অন্ধকার
কালি ছাড়া কি লেখার আছে তার।
শূন্যতা গিলেছে ব্যস্ত বাজার
মগজের ভেতরটা ছারখার
মানুষের মাঝে থাকে রাত ভোর
বেপরোয়া ঘুণপোকা শব্দ খোঁজ।
চোখ ঢাকা অবসরে খরিদ্দার
মাথামোটা হায়েনার আড়তদার
ঝরে পরা অতীতটা ছারখার
ধুলো মাখা নাগরিক নির্বিকার।
আশা মাখা গল্পেরা হুতাশে
স্মৃতির জানালা সব ফ্যাকাসে
দেয়ালে আছে সেই সস্তা ফ্রেম
ইতিহাসে উড়ে যাবে শেষ ট্রেন।
পরিশ্রান্ত সন্ধ্যা, হাতিরঝিল, ঢাকা- শনিবার ৩রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্ত কাল
©somewhere in net ltd.