নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
“একদিন ঘরবন্দী জানালা টুক করে খুলে যাবে
প্রতিদিনের অবাধ্য ইতিহাস জমতে জমতে গুমোট
সরসর করে বাতাস ঢুকবে, উড়বে সব মাকড়শার জাল
সেদিন আমি দূর থেকে বসে বসে দেখব হাঁপিত্তাসের কাল।
বেহিসেবী চণ্ডালের দল পোড়ায় লাশ ধর্মতলায়
ঘি আর চন্দনের পরিবর্তে নীল কেরোসিন
মৃত শহর হুট করে দাউদাউ করে জ্বলতে থাকে
আর তখনই সতীদাহ হয় স্বনিয়ন্ত্রিত পতাকার
চেতনার মঞ্চে ব্যাপকহারে তালবাহানা লাগাতার
নগরে নগরে ঘুণপোকাদের প্রচণ্ড উৎপাত
গাছ খায়, পাতা খায়, রাস্তা খায় ছাগলের দল
ওদিকে হঠাৎ করে ডুবতে থাকে উঠতে থাকা সূর্য
খামখেয়ালী মজ্জায় সতিনের সংসার.................”
©somewhere in net ltd.