নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

নিরব পদযাত্রা

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৩

আমি হাঁটি, নীরবতার ভেজা চাদর গায়ে,
অভূতের গন্ধ মাখা এক বিস্মৃত প্রান্তরে।
পাশ দিয়ে ছুঁড়ে দেয় বেপরোয়া কাশি,
ছিটকে পড়ে সভ্যতার থুথু—
সবুজ ধানের শীষে লাগে মরকের ছায়া।

চোখের কোণে ঝুলে আছে টুকরো বিষণ্নতা,
ঘাসফুল, সদ্য জেগে ওঠা রঙিন শৈশব,
লেপ্টে যায় বুটজুতায়—
তার কোনো প্রতিবাদ নেই,
শুধু দু মুঠো নিঃশব্দ তুল তুলে বাতাসে।

যে পথ আমি হাটি, সে পথ ভাঙ্গা পিচ,
তবুও রক্ত পড়ে, প্রতিটি পদক্ষেপে—
সময় গিলে খায় হৃদয়ের আকাশ,
রোদ যেন আজ ঢেকে যায় বেপরোয়া কার্বন,
গুড়ো গুড়ো মেঘেরা ক্লান্ত, ঝরে না।

এপথের শেষ কোথায় জানি না,
তবু হাটি—কোনো এক সত্যের সন্ধানে,
হয়তো কোনো ঘাসফুলের মুক্তির আশায়
হয়তো নিঃশব্দের বুক চিরে
একটা স্পষ্ট আওয়াজ তুলে আনব বলে।


অতপর নি:শব্দ প্রতারনার ফাঁদে সংসার, সভ্যতা......



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.