![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-১৩ পালন উপলে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খুলনাতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া-মাহফিল, চলচ্চিত্র প্রদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা উলেখযোগ্য।
ঐ দিন সকাল আটটায় খুলনা নিউমার্কেট হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে খুলনা বেতারে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে র্যালিটি খুলনা জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে এবং একই স্থানে সকাল ন’টায় শিশু সমাবেশ এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শিশু একাডেমী ভবনে দুপুর সাড়ে ১২টায় শিশুদের রচনা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, নির্ধারিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসে সকল শিা প্রতিষ্ঠানে দিবসের মূল প্রতিপাদ্য “ স্বাধীনতার চেতনায় মোরা গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” সম্পর্কে আলোচনা, দুঃস্থ ও ভবঘুরে শিশুদের আপ্যায়ন, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ছয়টায় শহীদ হাদিস পার্কে প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন ও সুবিধাজনক সময়ে সিনেমাস্পাইড প্রদর্শন, স্থানীয় পত্রিকায় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
©somewhere in net ltd.