![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনার নিরালা কাঁচাবাজার, বড় বাজার, নতুন বাজার, রূপসা বাজার, কেসিসি সন্ধ্যা বাজার, মিস্ত্রীপাড়া বাজার, টুটপাড়া জোড়াকল বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সুস্বাদু ফল টমেটোয় বিষাক্ত ফরমালিন মিশ্রিত করে পাকিয়ে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। অন্য সবজির চেয়ে টমেটো অনেক লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকরা ব্যাপক চাষাবাদ করছে। জানা গেছে, এক শ্রেণীর অর্থলোভী ব্যবসায়ীরা অধিক লাভের আশায় টমেটোর মধ্যে ফরমালিন মিশিয়ে তা বাজারে বিক্রি করছে। খুলনা নিরালা বাজার থেকে উপজেলার বিভিন্ন ছোট-বড় খুচরা ব্যবসায়ীরা টমেটো কেনেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, শুনেছি কাঁচা টমেটোতে ফরমালিন মিশিয়ে পাকা করার পর এগুলো হাট-বাজারে সরবরাহ করা হচ্ছে- যা দেখতে অনেকটা লাল টসটসে কমলার মতো। কিন্তু ক্রেতারা জানেন না এতে ফরমালিন রয়েছে। এদিকে চাষীরা জানান, প্রায় এক মাস আগে থেকে টমেটোর পূর্ণ মৌসুম শুরু হয়েছে। ঋতু পরিবর্তনের কারণে রোদের প্রখর তাপ এবং গরম পড়ে যাওয়ায় টমেটো দ্রুত পেকে যাচ্ছে। মৌসুমের প্রথম দিকে ১৬০০-১৮০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হয়। বাজারে আমদানি বেড়ে যাবার পর দাম কমতে কমতে ৭০০-৮০০ টাকা মণ দরে বিক্রি হয়। দাম কম হলেও বিপুল ফলন পাওয়া যায়। এধরনের ফরমালিন মিশ্রিত টমেটো খেলে মানুষের বিভিন্ন ধরনের রোগসহ নানা উপসর্গ দেখা দিতে পারে।
©somewhere in net ltd.